'বিরোধীদলগুলিকে নোংরা রাজনীতি থেকে বিরত থাকা উচিত।' জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করেছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ‘গায়েব’ পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেসের ‘গায়েব’ পোস্টে স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। সেখানে কারও মুখ নেই, এমনকী অবয়বও নেই। আছে শুধু জামা, জুতো, অনেকটা হলোম্যানের মতো। কিন্তু তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর স্টাইল স্টেটমেন্টের সাদৃশ্য অতি স্পষ্ট। পোস্ট শেয়ার করার সময়েও কংগ্রেসের তরফে কটাক্ষ কর বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার সময়ে গায়েব!এই আবহে পহেলগাঁও হামলা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে মায়াবতী বলেন, পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপে সকল দলের ঐক্যবদ্ধ হওয়া এবং সমর্থন করা উচিত। পোস্টার লাগিয়ে এবং বিবৃতি দিয়ে এর আড়ালে নোংরা রাজনীতি করার পরিবর্তে, কারণ এটি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যা দেশের জন্য ভালো নয়।' তিনি আরও বলেছেন, ‘এছাড়াও এই ক্ষেত্রে ভারতীয় সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরকে একদম অসম্মান করা উচিত নয়। বিশেষ করে এসপি এবং কংগ্রেসের উচিত এই বিষয়ে বিশেষ নজর দেওয়া, অন্যথায় বিএসপি তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।’গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরেই সন্ত্রাসবাদের মোকাবিলায় কংগ্রেস মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে সন্ত্রাসের মোকাবিলার প্রশ্নে সরকারের পাশে থাকার সিদ্ধান্ত হয়। কিন্তু তারপরেও কংগ্রেসের বিভিন্ন নেতা পহেলগাঁও হামলা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। তা নিয়ে বিরক্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী কংগ্রেস নেতাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দলীয় মুখপাত্রদের বাইরে যে যা বলছেন, তার কোনওটাই দলের অবস্থান নয়।