দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্ক ভারত ছাড়িয়ে অন্যান্য দেশে পৌঁছেছে। এই আবহে এবার দ্য কাশ্মীর ফাইলসের মুক্তির সমর্থনে সুর চড়ালেন নিউজিল্যান্ডের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। উল্লেখ্য, কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটির মুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল নিউজিল্যান্ডে। সিনেমার দৃশ্য কাটছাঁট করার দাবি উঠেছিল। এই পরিস্👍থিতিতে প্রাক্তন কিউয়ি উপপ্রধানমন্ত্রীর সাফ বক্তব্য, যদি আমেরিকা, অস্ট্রেলিয়াতে এই সিনেমা মুক্তি পায় তাহলে নিউজিল্যান্ডেও এই সিনেমা মুক্তি পাওয়া উচিত। যদি তা না হয়, তাহলে তা নিউজিল্যান্ডের বাকস্বাধীনতা খর্ব হবে।
এক ফেসবুক পোস্টে কিউয়ি রাজনীতিক লেখেন, ‘এই সিনেমা সেন্সর করা ১৫ মার্চ নিউজিল্যান্ডের ঘটনা সেন্সর ♐করার মতো বা ৯/১১-এর ঘটনা মুছে দেওয়ার মতো। নিউজিল্যান্ড হোক বা বিশ্বের যেকোনও দ🦩েশের মুসলিম হোক, সবাই সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলামোফোবিয়া বন্ধের নামে জঙ্গিদের ঢাল হওয়া যায় না।’
উইনস্টন পিটারস পোস্টে লেখেন, ‘কাশ্মীর ফাইলস দেখেছেন ১.১ বিলিয়ন মানুষ। সিনেমাটি ১৯৯০ সালের প্রেক্ষাপটে সত্যি ঘটনার উপর তৈরি। সেই সময় কাশ্মীর থেকে 🗹হিন্দুদের উচ্ছেদ করা হয়েছিল। ৩২ বছর পর আজও ৪ লক্📖ষ কাশ্মী পণ্ডিত নির্বানে বাস করছেন।’
উল্লেখ্য, এর আগে কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছিলেন যে নিউজিল্যান্ড সেন্সর বোর্ডের উপর কাশ্মীর🌠 ফাইলস সিনেমাটি মিষিদ্ধ করার জন্য ꩲচাপ সৃষ্টি হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি নিউজিল্যান্ডে নিষিদ্ধ করা না হলেও এর ক্লাসিফিকেশন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এরই মাঝে এবার সেদেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দ্য কাশ্মীর ফাইলসের হয়ে সুর চড়ালেন, যা বেশ তাত্পর্যপূর্ণ।