CAA নিয়ে খণ্ডযুদ্ধ উত্তর-পূর্ব দিল্লিতে, এক পুলিশ সহ মৃত দুই
Updated: 24 Feb 2020, 08:58 PM ISTসিএএ বিরোধী ও সমর্থনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ চলল উত... more
সিএএ বিরোধী ও সমর্থনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ চলল উত্তরপূর্ব দিল্লির মৌজপুর এলাকায়। মৌজপুর ও জাফরবাদ মেট্রো স্টেশনের মধ্যে এই খণ্ডযুদ্ধ একজন পুলিশ কর্মী মারা গিয়েছেন, বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। আরেকজন পুলিশ অফিসার গুরুতর আহত।দিল্লি পুলিশের হেড কন্সটেবল রতন লাল মাথায় আঘাত লেগে মারা যান। পরে মারা যান এক সিএএ বিরোধী বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে সন্ধ্যেবেলায় জানান স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
পরবর্তী ফটো গ্যালারি