Sealdah to Esplanade Metro Update: জানুয়ারিতে ‘টেস্ট’ শুরু হতে পারে এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রোয়, তারপর CRS-র আবেদন Updated: 03 Jan 2025, 01:14 PM IST Ayan Das জানুয়ারিতে অটোমেটিক সিগন্য়ালিং ‘টেস্ট’ শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (কলকাতা মেট্রোর গ্রিন লাইন) এসপ্ল্যানেড-শিয়ালদা অংশে। তারপরই কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) কাছে অনুমোদনের জন্য আবেদন করা হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।