নারিনের বলে হল না চার, ছয়- অশ্বিনের রেকর্ড ভেঙে ইতিহাস উইন্ডিজ অলরাউন্ডারের, দ্বিতীয় সর্বোচ্চ জয়ের নজির KKR-এরও Updated: 11 Apr 2025, 11:56 PM IST Tania Roy শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুনীল নারিন প্রথম ইনিংসে বল হাতে বেকায়দায় ফেলে দিয়েছিলেন ধোনিদের, তার পর ব্যাট হাতে কেকেআর-এর জয়ের ভিত তৈরি করে দেন তিনি। সেই সঙ্গে তিনি লিখে ফেলেছেন ইতিহাসও। এদিকে কেকেআর-এরও হয়েছে নজির।