আইএসএলღ কাপের ফাইনালে আজ সল্টলেকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের আগেই দেখা দিল বিতর্ক। কলকাতায় ফাইনাল ম্যাচ হলেও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই আমন্ত্রণ জানানো হল না সেই ম্যাচের জন্য। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল। প্রসঙ্গত মোহনবাগান সুপার জায়ান্টও নাকি আজকে দুপুর পর্যন্ত অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানায়নি সরকারিভাবে।
কলকাতায় বড় প্রতিযোগিতা হলে সাধারণত সেখানে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকেন, সেটাই বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা রাজ্যপাল, বিভিন্ন সময় কলকাতায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তাঁরা উদ্বোধন বা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসকেও অনেক অনুষ্ঠানেই ডাকা হয়, যেমন ডুরান্ড কাপ। কিন্তু অপ্রত্যাশিতভাবেই এবারের আইএসএলের ফাইনাল🎉 ম্যাচে এফএসডিএলের পক্ষ থেকে বা এআইএফএফের পক্ষ থেকে কোনও আমন্ত্রণই জানানো হল না অরূপ বিশ্বাসকে।
তৃণমূলের নেতা কুণাল ঘোষ ♍এদিন দুপুরেই সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ চৌবের বিরুদ্ধে। এআইএফএফের সভাপতি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং লাগিয়েই অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানাতে দেয়নি ফাইনালে, দাবি করেছিলেন কুণাল। বলাই বাহুল্য কল্যাণ চৌবে বিজেপির নেতা হওয়ায় তাঁকে এভাবেই নিশানা করেন কুণাল। এরপর তিনি জানান, মোহনবাগানের পক্ষ থেকেও সরকারিভাবে নাকি ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও জরুরি সাংবাদিক সম্মেলন ডাকা হয় এদিন বিকেলে। সেখানেই ক্লাব কর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয় নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানান সচিব রুপক সাহা ও শীর্ষকর্তা দেবব্রত সরকার।
𓂃দেবব্রত সরকার বলেন, ‘আমি কালকেই শুনেছিলাম যে ক্রীড়ামন্ত্রীকে নাকি আবেদন জানানো হয়নি। আমাদের কাছে এটা খারাপ লেগেছে। ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানোটা খুবই দুঃখজনক। আমি কল্যাণ চৌবে বা এআইএফএফের বিষয়ে কোনও কথা বলব না, আমরা ক্লাব হিসেবে এসবের মধ্যে নেই। তবে ক্রীড়ামন্ত্রীর থাকা উচিত ছিল। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। কে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর জন্য উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে নিয়ে মন্তব্য করা উচিত নয় ’।
💟এরপর দেবব্রত সরকার জানান, মহিলা দল সম্প্রতি ভারতসেরা হয়েছে। এশিয়ান লেভেলে যে ধরণের খেলা হয়, সেটা আমাদের মহিলারাই পারবে। এটা মহিলা ফুটবলের জন্য খুব ভালো। তবে আমাদের কিন্তু মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে বলে কেউ শুভেচ্ছা জানায়নি। ক্রীড়ামন্ত্রী অবশ্য আমাদের অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ আপনারা জানেন আজকে আইএসএল ✨এর ফাইনাল ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে I কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জানাচ্ছি যে এই ফাইনাল ম্যাচটিতে আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত নন I এছাড়া আমরা যারা আই.এস.এল এ অংশগ্রহণ করি, আমাদের কাছেও কোনো আমন্ত্রণপত্র আসেনি I এবছরে জাতীয় পর্যায়ে তিনটি ট্রফির মধ্যে আমরা ইতিমধ্যেই ভারতীয় ওমেন লিগ চ্যাম্পিয়ন হয়েছি, মোহনবাগান মেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং আরেকটা ট্রফি বাকি রয়েছে, সেটি সুপার কাপ I তিনটি ট্রফির ভিতর দুটি ইতিমধ্যেই বাংলায় চলে এসেছে I গতবছর আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হই, মোহনবাগান আই.এস.এল এবং মহামেডান আই.লিগ চ্যাম্পিয়ন হয়েছে I সেটারই ধারাবাহিকতা রয়েছে বাংলার সন্তোষ ট্রফি জয়ের মধ্যে I অথচ, আজকের ফাইনাল খেলাতে বাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রীর আমন্ত্রণ নেই I এর থেকে বেদনাদায়ক কিছু হতে পারে না I আমরা চাইবো, মাননীয় ক্রীড়ামন্ত্রীর পদটিকে কেউ যাতে অসম্মানিত না করেন I আপনাদের মাধ্যমে সমস্ত ক্রীড়ামোদী মানুষের কাছে এই আবেদন রাখছি ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।