Hindustan Times
Bangla

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই রানের পাহাড়ে ইংল্যান্ড

বেন ডাকেটের শতরানের সৌজন্য ইংল্যান্ড করেছে ৮ উইকেটে ৩৫১

এই ম্যাচে বেন ডাকেট করেন ১৬৫ রান, তিনিই প্রথম ব্যক্তি যিনি ODIতে ঠিক এই স্কোর করলেন

১৪৩ বলে ১৬৫ রান করে মার্নাস ল্যাবুশানের বলে আউট হন ডাকেট, মারেন ১৭ চার এবং ৩টি ছয়

ফলে একদিনের ফরম্যাটের ইতিহাসে ১-১৮৩ রান পর্যন্ত প্রত্যেকটি স্কোরই কেউ না কেউ করে ফেললেন

১৮৩ রান করেছেন ভারতের তিন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি

আর প্রত্যেকেই তাঁরা পরবর্তী সময় গিয়ে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন

caco88