গম্ভীরের ধোঁয়াশা, রোহিতের গা ছাড়া মনোভাব, অনুশীলনেই স্পষ্ট শুক্রর ব্লু প্রিন্ট <#webadvjs#>
Hindustan Times
Bangla

সিডনি টেস্ট বাদ পড়বেন রোহিত শর্মা? সামনে উঠে আসছে এমনই সব তত্ত্ব। 

মনে করা হচ্ছিল সিরিজের শেষ টেস্ট ম্যাচে একাদশে ফিরতে পারেন শুভমন গিল।

এর সবচেয়ে বড় ইঙ্গিত পাওয়া যায় ভারতের অনুশীলন সেশনে।

অনুশীলনের আগে দেখা যায় গিলের পিঠ চাপড়ে দিচ্ছেন গৌতম গম্ভীর।

এরপরে শুভমন গিলের কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন জসপ্রীত বুমরাহ।

অনুশীলনের সময়ে গিলকে যেন শুভেচ্ছা জানালেন বুমরাহ।

অনেকেই নিশ্চিত যে সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহকে নেতৃত্ব দিতে দেখা যাবে।

ম্য়াচের আগে সাংবাদিকদের এই বিষয়ে পরিষ্কার ভাবে কিছু বলেননি গম্ভীর।

গৌতম গম্ভীরের মতে, ‘উইকেট দেখে দল ঠিক করা হবে। ম্যাচের দিন দল ঘোষণা করা হবে।’  

caco88