Hindustan Times
Bangla

আপনার বাড়িতে এসে কাক এই কাজ করে? তাহলেই বুঝবেন টাকা আসবে

আপনার বাড়িতে কি সারাদিন কাক ডাকে? এর কিছু বিশেষ অর্থ থাকতে পারে। এমনকী, এটি আপনার জীবনে ঘটতে চলা বিশেষ কিছুর পূর্বাভাসও হতে পারে। 

Pixabay

আমাদের বাড়ির উপরে যদি সারাদিন কাক বসে থাকে এবং ক্রমাগত ডাকতে থাকে, তাহলে বলা হয় যে বাড়ির কারও শরীর খারাপ হতে পারে এবং চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। একে পিতৃ দোষ বলে মনে করা হয়।

Pixabay

বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে বসে কাক ডাকা ভালো নয় বলে মনে করা হয়। বাড়িতে ঝগড়া, বিবাদ এবং মানসিক অশান্তি হতে পারে। 

Pixabay

ভোরবেলা এবং সন্ধ্যার সময় কাক ডাকলে কাজে বাধা আসবে বলে মনে করা হয়।

Pixabay

বাড়িতে কয়েক মিনিটের জন্য কাক ডেকে চলে গেলে বলা হয় যে, বাড়িতে অতিথি আসবে।

Pixabay

কাককে জল খেতে দিলে তা শুভ। আপনার বাড়ির কোন কল, মগ বা বালতি থেকে কাককে জল খেতে দেখলে বুঝবেন অর্থলাভ হতে পারে।

Pixabay

যদি এই ঘটনাগুলি বারবার ঘটে এবং আপনাকে বিভ্রান্ত করে, তাহলে নন্দীশ্বরের পুজো এবং কালভৈরবের পুজো করে সমস্যার সমাধান করতে পারেন। 

Pixabay

যদিও কাক ডাকা একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, তবুও এরকম বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে।

এই তথ্য বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে লেখা। এটি শুধুমাত্র তথ্য প্রচারের উদ্দেশে। কোনও তথ্য গ্রহণ করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।

Pixabay

caco88