কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি, পুরাণ অনুযায়ী কার্তিক মাসে বিষ্ণু জলে বাস করেন। তাই এ মাসে সূর্যোদয়ের আগে স্নান করলে পুণ্য ও অর্থ লাভ হয়। আবার পুরো কার্তিক মাসে তুলসীর সামনে প্রদীপ জ্বালানো উচিত। এর ফলেও পুণ্য ও অর্থ লাভ সম্ভব। এমনকি সুখ-সমৃদ্ধি ও মান-সম্মান বৃদ্ধি পায়। এই মাসে তুলসী বিবাহের আয়োজন হয়। তুলসী বিবাহ করালে পুণ্যফল লাভ সম্ভব। তুলসী পুজোর আগে কয়েকটি বিষয়ে অবশ্যই জেনে রাখা উচিত--স্নান না-করে কখনওই তুলসী পাতা তুলতে নেই।কখনও সন্ধেবেলা তুলসী পাতা তোলা উচিত নয়।পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার ও সংক্রান্তির দিনে তুলসী পাতা তুলবেন না।পরিবারে অশৌচ থাকলে, বাচ্চা জন্ম নিলে বা কারও মৃত্যু হলে তুলসী পাতা তুলতে নেই। এ সময় তুলসী গ্রহণ করাও উচিত নয়। কারণ তুলসী হরির রূপ।তুলসীকে কখনও দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া উচিত নয়।স্নানের পর তুলসীতে জল অর্পণ করা উচিত।