১৯তম ওভারে বল করতে এসে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারে একেবারে আগুন লাগিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। ওভারের শেষ পাঁচ বলে তিনি যেন বিধ্বংসী মেজাজে ঝড় তোলেন। চার জন ব্যাটারকে ফেরান সাজঘরে। একই সঙ্গে করেন হ্যাটট্রিকও। সেই সঙ্গে পঞ্জাব কিংসের স্পিনার গড়ে ফেলেন একাধিক নজির।
যুজবেন্দ্র চাহালের আইপিএলে বোলিং রেকর্ড এমনিতেই বেশ নজর কাড়া। বুধবার (৩০ এপ্রিল) সিএসকে-র বিরুদ্ধে তিনি তাঁর আইপিএলের মুকুটে নতুন করে আরও কিছু পালক যোগ করলেন। এদিন ইতিহাস লিখে ফেললেন যুজি।
১৯তম ওভারে যুজি ঝড়
১৯তম ওভারে বল করতে আসার আগে, যুজি ২ ওভার বল করেছিলেন। ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। এমন কী ১৯তম ওভারের প্রথম বলটিই তিনি ওয়াইড করেছিলেন। এর পর অতিরিক্ত বলে লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন ধোনি। কিন্তু দ্বিতীয় লেই ধোনিকে সাজঘরে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৪ বলে ১১ করে নেহাল ওয়াধেরাকে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধোনি। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুডা। এর পরের তিন বলে তিনটি উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল।
চতুর্থ বলে দীপক হুডা (২ বলে ২) ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। অংশুল কম্বোজকে (১ বলে ০) বোল্ড করেন চাহাল। অংশুলের মতো গোল্ডেন ডাক করে চাহালের শিকার হন নুর আহমেদ। তিনি মার্কো জানসেনকে ক্যাচ দেন। এই ওভারে চাহাল দেন মোট ৯ রান। তুলে নেন চার উইকেট। ১৮তম ওভার শেষে সিএসকে-র রান ছিল ৫ উইকেটে ১৭৭। সেখান থেকে ১৯তম ওভার শেষে চেন্নাইয়ের রান ১৮৬-তে পৌঁছলেও, পড়ে যায় মোট ৯ উইকেট। যেকারণে পুরো ওভারও খেলতে পারেনি সিএসকে। আর্শদীপ সিং ২০তম ওভারে বল করতে এলে, দ্বিতীয় ডেলিভারিতেই শিবম দুবে আউট হয়ে যান। যার জেরে ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। তখনও ইনিংসের চার বল বাকি ছিল। যুজির ওভারের পর চেন্নাইয়ের রানের গতি বড় ধাক্কা খায়।
চাহালের আইপিএল রেকর্ড
এদিন ১৯তম ওভারে কামাল করে একাধিক রেকর্ড করেছেন যুজবেন্দ্র চাহাল। এক ঝলকে দেখে নিন চাহালের রেকর্ডগুলো:
১) সিএসকে-র বিরুদ্ধে এই প্রথম কোনও বোলার হ্যাটট্রিক করলেন। এর আগে আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে এই সাফল্য আর কোনও বোলার পাননি। তবে চিপকে এর আগে লক্ষ্মীপতি বালাজি হ্যাটট্রিক করেছিলেন। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। কাকতালীয় ভাবে ২০০৮ সালে কিং ইলেভেন পঞ্জাবের (বর্তমানের পঞ্জাব কিংস) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন বালাজি।
২) এই নিয়ে যুজি নিজের আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় বার হ্যাটট্রিক করে যুবরাজ সিং-এর নজির ছুঁলেন। যুবরাজ সিং-এরও আইপিএলে ২টি হ্যাটট্রিকের নজির রয়েছে। যুজির আগে এখন শুধু রয়েছেন অমিত মিশ্র। তিনি তিন বার আইপিএলে হ্যাটট্রিক করে এই তালিকার শীর্ষে রয়েছেন।
৩) আইপিএলে এক ওভারে একজন বোলারের চার উইকেট নেওয়ার এলিট লিস্টেও নাম লেখালেন চাহাল। এই তালিকায় রয়েছে অমিত মিশ্র (সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে, ২০১৩ সালে), যুজি নিজেও (রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, ২০২২ সালে) এবং আন্দ্রে রাসেল (কেকেআর-এর হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, ২০২২ সালে)।
৪) পিবিকেএসের হয়ে যুবি মোট ২ বার হ্যাটট্রিক করেছেন। এটাই পঞ্জাবের দলের হয়ে কোনও প্লেয়ারের করার সর্বোচ্চ হ্যাটট্রিক। এছাড়া অমিত মিশ্রে, স্যাম কারান এবং যুজি পঞ্জাবের জার্সিতে এক বার করে হ্যাটট্রিক করেছেন।