মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জমিনের মামলায় তাঁর পক্ষের আইনজীবী একাধিক ইস্যুতে সওয়াল করেন। কলকাতা হাইকোর্টে এই মামলা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতেরর ৫ আধিকারিক প্রভাবশালী, রাজ্যের সঙ্গে তাঁদের যোগ রয়েছে বলে সিবিআইয়ের যে দাবি, তার পক্ষে সিবিআইয়ের কাছে কি প্রমাণ আছে?
এদিন এই জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। সেখানেই এই প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের আইনজীবী। তিনি দাবি করেন, প্রমাণ কিছুই নেই। এতদিনেও এসব প্রমাণ করতে পারেনি সিবিআই। তাহলে কেন আটকে রাখা হচ্ছে তাঁর মক্কেলকে? প্রশ্ন পার্থপক্ষের আইনজীবীর। উল্লেখ্য, সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকদের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। আর পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন মিলন মুখোপাধ্যায়।
( ‘এটা হিন্দুস্তান, দেশ সংখ্যাগুরুর ইচ্ছায়..’ VHPর অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে রিপোর্ট তলব SCর)
( Bangladeshi Arrested: বৈধ নথি ছাড়াই ৫ বাংলাদেশি মহিলা থাকছিলেন মহারাষ্ট্রের ঠানেতে! গোপনে খবর পেয়ে পৌঁছল পুলিশ, এরপর?)
( শেখ হাসিনা ও বোন রেহানার ব্যাঙ্কের তথ্য খতিয়ে দেখতে কোমর কষছে ইউনুস প্রশাসন! মুজিব ট্রাস্টে কাদের টাকা? ময়দানে BFIU)