আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক। সেখানে সরকারি আধিকারিকদের নানা পরামর্শ দিলেন মুখ্য়মন্ত্রী। মালদাতেও তিনি সরকারি আধিকারিকদের প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছিলেন। কার্যত আরও মাটির কাছাকাছি যাতে আসতে পারেন সরকারি আধিকারিকরা তারই পরামর্শ দেওয়া হয়েছে।
মুখ্য়মন্ত্রী সরকারি আধিকারিকদের পরামর্শ দিয়েছেন, অন্য দিকে মন না দিয়ে, কাজে মন দিতে হবে। কাজের জন্য একটা ভালো অফিসারকে মানুষ মনে রাখে। খারাপ কাজ করলে মানুষ ঘৃণা করে।সবাইকে বলব ফিল্ড ভিজিট করতে। মুখ্য়সচিব জেলা সফরে এসে যদি ফিল্ড ভিজিট করতে পারেন তাহলে মাঠে যাওয়া, চা বাগানে যাওয়া বিডিও, এসডিও, ডিএমদের করা উচিত। আগের মতো ফিল্ড ভিজিট করছেন না। আমি মনে করিয়ে দিচ্ছি। আবার সেই কাজ শুরু করুন।
এখানেই শেষ নয়, মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, ভোটের জন্য ৬ মাস নষ্ট হয়েছে। কাজ থেমে থাকলে হবে না। বন দফতর গাছের প্ল্যানিং করুন। টাইমলাইন মেনেই কাজ শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে শেষ করা উচিত। সব কাজে আমরা নজরদারি করব। ভাববেন না এই জায়গা থেকে কলকাতার অনেক দূরত্ব। এখন এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।