অ্যাপ নির্ভর বাইকের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম জারি করল রাজ্য পরিবহণ দফতর। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ বাইকের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে যেমন মালপত্র বহনের সীমা বেঁধে দেওয়া হয়েছে তেমনিই দৈর্ঘ্যও বেঁধে দেওয়া হয়েছে। আর বাণিজ্যিক নম্বর প্লেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মূলত যাত্রী সুরক্ষায় এমন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে মাঝ রাস্তায় অ্যাপ বাইক থামিয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, ধৃত চালক
পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে অ্যাপ বাইকে কোনও যাত্রী লাগেজ বা মালপত্রের ওজন ১০ কেজির বহন করা যাবে না। সাধারণত অনেক সময় দেখা যায়, হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশন অথবা কলকাতার বিভিন্ন স্টেশন থেকে মালপত্র ও লাগেজ নিয়ে বাইক ট্যাক্সি বুক করে গন্তব্যস্থলে যান যাত্রীরা। কিন্তু, অতিরিক্ত ওজনের জিনিসপত্র বহন করার ফলে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। অতিরিক্ত মালপত্র বহন করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও অনেক সময় ঘটে থাকে। এছাড়া, অতিরিক্ত মালপত্র থাকায় যাত্রীরা নিরাপদভাবে চালকের পিছনের আসনে ঠিকমতো বসতেও পারেন না। ফলে বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অ্যাপ বাইক চালক ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্যই পরিবহণ দফতর এবার থেকে বাণিজ্যিক বাইক-ট্যাক্সি গুলিতে অতিরিক্ত জিনিসপত্র বহন করার ক্ষেত্রে সীমা বেঁধে দিল।