মাঝসপ্তাহে দিনের ব্যস্ত সময়ে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাতে থেকে রক্ষা ♈পেল ডাউন বনগাঁ লোকাল। তবে, যাত্রীদের দুর্ভোগ ঠেকানো গেল না।
আজ (বুধবার - ১৪ মে, ২০২৫) দমদম জংশন স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যত হয়ে যায় ডাউন বনগাঁ লোকাল। ঘটনাটি ঘটে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার ঠিক আগের মুহূর্তে। অর্থাৎ - সেই সময় ট্রেনের গতি কম ছিল। ফলে কোনও বড় বিপদ হয়নি। কিন্তু, ট্রেনটি সেখানেই আটকে যায়। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দে💯ওয়া হয়। এদিন বেলা ১൲২টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি বনগাঁ স্টেশন ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার ফলে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দিতে হয়। ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিক꧅ে পুনরায় ট্র্যাকে তোলার চেষ্টা শুরু করে দেন রেলের কর্মী ও শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকর꧟াও।
এই ঘটনার পর বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেন দাঁড় করিয়ে দিতে হয়। দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় কেবলমাত্র ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই ডাউনের ট্রেন সাময়িকভাবে চালানোর সিদ্ধান্ত নিতে হয় র🌳েল কর্তৃপক্ষকে। ফলত, যাত্রীদের এই গরমে দুর্ভোগ বাড়ে।