'নিকষছায়া'-এর পর আবার অলৌকিক গল্প নিয়ে ফিরলেন পরমব্রত চট্টোপাধ্যায়। হইচইয়ের পর্দায় অনির্বাণ ভট্টাচার্য হয়ে উঠলেন অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’-এর নায়ক 'অতীন' আর তাঁকে সঙ্গত করলেন পর্দার 'ডামরি' পার্নো মিত্র।
আরও পড়ুন: 'কন্নড় ভাষায় গান করুন...', ছাত্রের দাবি শুনে কেন হঠাৎ রেগে গেলেন সোনু নিগম?
বইয়ের পাতা থেকে ওটিটির পর্দায় উঠে এল অভীক সরকারের গল্প ‘ভোগ’। এই গল্প যাঁরা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিয়ো মাধ্যমে শুনেছেন তাঁরা সেই সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছিলেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার দৃশ্যায়ন করেছেন পরমব্রত। কিন্তু কল্পনার সঙ্গে কতটা মিলল সিরিজ? তা জানতে গেলে চোখ রাখতে হবে হইচইয়ের পর্দায়।
আরও পড়ুন: 'শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে কেউ কারও পরিচালনায় এর আগে কাজ করেননি। আর এবার বন্ধুু পরমব্রতর পরিচালনায় প্রথম কাজ করলেন পর্দার 'খোকা' অনির্বাণ। এই প্রসঙ্গে নায়ক হিন্দুস্থান টাইমস বাংলাকে বলেন, ‘পরমদা খুব সেনসিটিভ, ওঁর অভিজ্ঞতা তো বিরাট। পরমদার যা যা গুণ এই পুরো জিনিসটাই তিনি তাঁর পরিচালনার ক্ষেত্রে দেন। ওঁর সেট খুব শান্ত থাকে। অভিনেতাদের জন্য এই সেটটা একেবারে আদর্শ। পরম দা, এতদিন ধরে কাজ করে, ওঁর অভিজ্ঞতা, কারিগরি বুদ্ধি এবং ক্রিয়েটিভ নলেজ দিয়ে নিজে পরিচালনার ক্ষেত্রটায় এমন একটা অবস্থা তৈরি করতে পেরেছেন, যা অভিনেতাদের অসম্ভব ভাবে সুখী করে তোলে।’ ১ মে থেকে হইচইয়ে এসে গিয়েছে 'ভোগ', এবার দর্শকদের তার স্বাদ নেওয়ার পালা।