ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ধরমশালার পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। শুক্রবার বিসিসিআই সরকারিভাবে টুর্নামেন্ট🌺 এক সপ🔯্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। যথা সময়ে আইপিএলের পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তি জারি করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
এক সপ্তাহের জন্য স্থগিত টুর্নামেন্ট চলতি মে মাসেই পুনরায় শুরু হবে বলে আশা করা হয়েছিল। সেই সম্ভাবনাই সত্যি হতে পারে। মে মাসেই টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ শেষ করার জন্য তিনটি ম্যাচকেন্দ্রকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে বলে খবর ই🍸এসপিএন-ক্রিকইফোর।
পাকিস্তানের সীমানা থেকে দূরে অবস্থিত দক্ষিণের তিনটি শহরকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে বলে খবর। এই তিনটি শহর হল বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাদ। টুর্নামেন্ট প🦄ুনরায় শুরু করার জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলে এই তিনটি শহরে আয়োজন করা হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি।
আরও পড়ুন:- বিনা উইকেটে ৮০ থ🌳েকে ৮১-তে ৫, মাত্র ১ রান তুলতেই পাঁচ ব্যাটারকে খোয়াল এই নামি দল- ভিডিয়ো
বর্তমান পরিস্থিতি তড়িঘড🐷়ি আইপিএল পুনরায় শুরু করা কঠিন বলে মেনে নিচ্ছে বিসিসিআই। তবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকছে ভারতীয় ক্রিকট বোর্ড। ജতিনটি শহরকে প্রস্তুত রাখা বিসিসিআইয়ের প্ল্যান-বি'র অংশ।
মে মাসে টুর্নামেন্ট পুনরায় শুরু করার প্রধান চ্যালেঞ্জ কী?
মে মাসেই আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলি শুরু করার পথে বিসিসিআইয়ের প্রধান চ্যালেঞ্জ হতে পারে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনা। কেননা ধরমশালার 🌞পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বিদেশি ক্রিকেটাররা আইপিএল ছেড়ে ইতিমধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন। শনিবারের মধ্যেই আইপিএল খেলতে আসা বেশিরভাগ বিদেশি ক্রিকেটারের নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা। বিদেশি ক্রিকেটারদের পুনরায় ভারতে নিয়ে এসে টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না মোটেও।
যদিও বেশিরভাগ আইপিএল ফ্র🍨্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটারদের বাকি আইপিএল ম্যাচগুলির জন্য ভারতে ফেরানোর বিষয়ে আশাবাদী। ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে যে সব দলগুলি, তাদের বিশেষ দুশ্চিন্তায় দেখাচ্ছে না। কেননা ঘরোয়া ক্রিকেটারদের দিয়েই তারা টুর্নামেন্ট শেষ করতে পারে। তবে এক্ষেত্রে প্লে-অফের যোগ্যতা অর্জনের বিষয়টি প্༺রভাবিত হতে পারে।
তুলনায় দুর্বল দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পাবে প্লে-অফের লড়াইয়💟ে থাকা যে দল, তাদের কাজ সহজ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের গরিমা ক্ষুন্ন হতে পারে।