ICC Champions Trophy 2025 Mitch Marsh ruled out: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র আগেই ধাক্কা খেল টিম অস্ট্রেলিয়া। ছিটকে গেলেন মিচেল মার্শ। ১২ ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়াকে তাদের বিকল্প খেলোয়াড়ের নাম জানাতে হবে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ𓆉 আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে (UAE) অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। দীর্ঘ দিন ধরেই পিঠের সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। তা বর্তমানে আরও গুরুতর আকার ধারণ করেছে। এই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ 𝓡খেলতে পারবেন না মিচেল মার্শ।
মার্শ, যিনি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচের আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। চলতি ♍মাসে পার্থ স্কোর্চার্সের হয়ে BBL-এ মাত্র একটি ম্যাচ খেলার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) জানিয়েছেন, ৩৩ বছর বয়সি মার্শের পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে বলে গুঞ্জন থাকলে💯ও তারা তা অস্বীকার করছে। তবে তারা স্বীকার করেছেন যে গত কয়েক সপ্তাহে মার্শের পুনর্বাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।
আরও পড়ুন… IND vs ❀ENG: রিঙ্কু ফিট ও খেলার জন্য তৈরি: কঠিন চ্যালেঞ্জের সামনে জুরেল, ইঙ্গিত দিলেন কোচ
CA এক বিবৃতিতে বলেছে, ‘মিচেল মার্শকে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স✅ ট্রফি থেকে পিঠের দীর্ঘস্থায়ী ব্যথা ও শারীরিক অস্বস্তির কারণে বাদ দেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় নির্বাচক প্যানেল (NSP) এবং অস্ট্রেলিয়ান মেডিকেল টিম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পুনর্বাসন যথেষ্ট কার্যকর হয়নি এবং সমস্যা আরও বেড়েছে। তাই তাকে দীর্ঘম🌞েয়াদে সুস্থ করার জন্য এখনই তাঁর বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন।’
অস꧃্ট্রেলিয়ার চূড়ান্ত ১৫ সদস্যের দল ১২ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে, এবং মার♔্শের বিকল্প কে হবেন তা এখনও নির্ধারিত হয়নি। এদিকে বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এখনও তার গোড়ালির চোট নিয়ে পুনর্বাসনে রয়েছেন এবং তার স্ত্রী বেকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন, ফলে কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা অনিশ্চিত।
এই পরিস্থিতিতে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব স্টিভ স্মিথের ওপর বর্তাতে পারে বলে মনে করা হচ্ছে। স্মিথ বর্তমানে গলেতে অস💎্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ট্র্যাভিস হেডও নেতৃত্বের দৌড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যদি কামিন্স শেষ পর্যন্ত খেলতে না পারেন তারপরেই এই পরিস্থিতি ত♚ৈরি হতে পারে।
আরও পড়ুন… Womens Ashes 2025: অ্যানাবেলের শতরান, রানের পাহাড় গড়ে 🥂বড় লিড অজিদের
মার্শের চোটের প্রভাব
মার্শের পিঠের সমস্যার কারণ হিসেবে আর্থ্রাইটিসসহ বেশ কয়েকটি জটিল শা𒁏রীরিক সমস্যার কথা জানা যাচ্ছে। যা ডিসেম্বরের MCG টেস্টের পর থেকে আরও গুরুতর আকার নিয়েছে। এই চোটের ফলে IPL ২০২৫-এ তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেখানে লখনউ সুপার জায়ান্টস (LSG) গত নভেম্বরের নিলামে তাকে তাদের দলে নিয়েছে।
এ ছাড়া জুলাইতে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্♛ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা রয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে যে অন্য অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তখন পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। গ্রিন নিজেও পিঠের স্ট্রেস ফ্র্যাকচার সারাতে সার্জারি🔴 করিয়েছেন এবং পুরো মরশুম মিস করেছেন। তার জায়গায় বো ওয়েবস্টার ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট এবং শ্রীলঙ্কা সফরে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য পরিবর্তন ও দলীয় পরিকল্পনা
এদিকে, উদীয়মান লেগ স্পিনার তানভীর সাঙ্গা অ🀅স্ট্রেলিয়ার টেস্ট সফরে গলেতে দলের সঙ্গে যোগ দেবেন। যদিও তিনি প্রাথমিক চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেই, তবে তাকে পাকিস্তানে দলের সঙ্গে ভ্রমণ রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এছাড়া, বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনও দ্বিতীয় টেস্টের সময় গলে যাবেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির রিজার্ভ দলে সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত নয়। মার্শের পরিবর্তে কে সুযোগ পাবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে নির্বাচকরা ১২ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।