স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের দুর্বলতাটা যেন ভারতের মাটিতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে। চলতি সিরিজে ভারত ২-০ লিড নিয়েছে। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের স্পিনারদের সামনে আবারও ইংল্যান্ড দলের ব্যাটারদের নাজেহাল হতে হল। দলের ছয়জন ব্যাটসম্যান স্পিনের শিকার হয়েছেন। বরুণ চক্রবর্তীর (২ উইকেট) বলের মোকাবিলা করতে হিমশিম খায় ইংলিশ ব্যাটাররা। অন্যদিকে অক্ষর প্যাটেল (২ উইকেট), ওয়াশিংটন সুন্দর (১ উইকেট) এবং অভিষেক শর্মাও (১ উইকেট) ইংল্যান্ডকে চাপে ফেলꦚে দেন।
ভারতীয় স্পিনকে খেলাটা ইংল্যান্ডের জন্য চাপের হচ্ছে-
প্রথম ম্যাচেই স্পিনের বিরুদ্ধে সংগ্রাম করতে দেখা গিয়েছিল ইংল্যান্ডকে। যেখানে তারা মাত্র ১৩২ রান তুলতে পেরেছিল। দ্বিতীয় ম্যাচে জোস বাটলার নেতৃত্বাধীন দলটি আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে চ🌟েয়েছিল, বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে সাহসী শট খেলতে দ্বিধা করেননি। যদিও তারা ২০ ওভারে ১৬৫/৯ রান তুলতে সক্ষম হয়, তবে নিয়মিত উইকেট হারানোর ফলেไ কোনও বড় জুটি গড়তে পারেনি তারা।
আরও পড়ুন… ভিডিয়ো: Australian Open 2025-র প𝕴ুরস্কার মঞ্চে প্রাক্ত⛎ন বান্ধবীদের নাম নিয়ে জেরেভকে বিদ্রুপ
‘ব্যাজবল’ স্পিনের বিরুদ্ধে কার্যকর নয় - কেভিন পিটারসেন
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন মনে করেন, উপমহাদেশের স্পিন-বান্ধব ⛄পরিবেশে ইংল্যান্ডের ‘ব্যাজবল’ দর্শন ধারাবাহিকভাবে সফল হতে পারবে না। এক্স (টুইটার)-এ প্রশꦺ্নোত্তর পর্বে পিটারসেন লেখেন, ‘ব্যাজবল ভালো মানের স্পিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ করবে না! উপমহাদেশে স্পিন খেলার নিজস্ব একটা শিল্প রয়েছে।’ এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক স্বীকার করেছিলেন যে, স্পিন খেলা তার জন্য খুবই চ্যালেঞ্জিং।
দেখুন কী লিখেছেন কেভিন পিটারসেন-
কী বলেছিলেন হ্যারি ব্রুক?
হ্যারি ব্রুক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন মোকাবিলা করাই সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে যখন আমি বড় শট মারতে যাই, তখনই আউট হয়ে যাই। হয়তো আমাকে একটু ধীরস্থির হয়ে খেলতে হবে, তবে দেখ🦄া যাক!’ প্রথম ম🍎্যাচে কলকাতার কুয়াশায় স্পিন খেলার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছিল বলে মনে করেন ব্রুক। তবে চেন্নাইয়ে পরিষ্কার আবহাওয়াতেও বরুণ চক্রবর্তীর বলে তিনি সহজেই আউট হন।
২-০ ব্যবধানে এগিয়ে ভারত
শনিবার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের তিলক বর্মার দুর্দান্ত ইনিংস (৭২ রান, ৫৫ বল, ৪ চার, ৫ ছয়)* দলকে রক্ষা করে। ইংল্যান্ডের পেসাররা ভারতীয় ব্যাটিং লাইনআপকে চাপে ফেললেও তিলক একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ভারত📖 শেষ পর্যন্ত ১৬৬/৮ রান তুলে দুই উইকেটের জয় নিশ্চিত করে এবং পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।