সমস্যায় আইপিএল ২০২৫-এর রোবটিক কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল ‘চম্পক’-এর নামে মামলা। রোবটিক কুকুর ‘চম্পক’-এর নাম নিয়ে মামলা করেছে এক বিখ্যাত শিশুদের পত্রিকা। আসলে ‘চম্পক’ নাম নিয়েই শুরু হয়েছে যত সমস্যা। কপিরাইট লঙ্ঘনের মামলায় ফেঁসেছে রোবটিক কুকুর ‘চম্পক’-এর নাম।
বুধবার দিল্লি হাই কোর্ট ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে এক মামলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কোর্ট জানিয়েছে এখনই বিসিসিআই-কে তাদের রোবটিক কুকুর ‘চম্পক’-এর ব্যবহার বন্ধ করতে হবে না।
এই রোবটটি কুকুরটি ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ প্রথম চালু হয়। আদালত এই বিষয়ে বিখ্যাত শিশুদের পত্রিকা ‘চম্পক’-এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন লিমিটেড-এর দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলায় বিবেচনা করে জুলাই মাসে শুনানির জন্য দিন ধার্য করেছে।
আরও পড়ুন … ২০২৬ সালের এশিয়ান গেমসে জায়গা পেল ক্রিকেট ও MMA! সেপ্টেম্বরে-অক্টোবরে জাপানে বসবে আসর
আদালত বলেছে, ‘চম্পক’ নামটি BCCI নিজেরা গ্রহণ করেনি, বরং এটি অনলাইনে একটি জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই।
এই রোবট কুকুরটি wTVision ও Omnicam-এর সহযোগিতায় তৈরি এবং IPL 2025-এ লিগের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের অংশ হিসেবে লঞ্চ করা হয়েছে। এটি প্রথমবার দেখা যায় মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ‘চম্পক’ নামের এই রোবট কুকুরটি দর্শক এবং সম্প্রচারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে।
বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বেঞ্চ মামলাটি শুনে বলেন, ম্যাগাজিনের পক্ষ থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে নাম ব্যবহারের প্রমাণ মেলে না। বিচারপতি বলেন, ‘এখানে কোথায় বাণিজ্যিক উপাদান আছে? তারা এটা যেকোনো কারণে ব্যবহার করছে, কিন্তু এটি খুব প্রাথমিক পর্যায়… অনুগ্রহ করে বুঝুন, এটা AI দ্বারা তৈরি কুকুর এবং নামটি ফ্যান ভোটের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এটা BCCI-র পছন্দ নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ।’
আরও পড়ুন … ধনশ্রীকে ডিভোর্স দেওয়ার পরে মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাটে উঠলেন যুজবেন্দ্র চাহাল
BCCI-র পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট জে সাই দীপক বলেন, ‘চম্পক’ নামটি তারা তৈরি করেনি। এটি জনসাধারণের ভোটে নির্ধারিত। তিনি আরও বলেন, সাধারণ মানুষ এই নামের সঙ্গে ম্যাগাজিনের সম্পর্ক নয় বরং তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের চরিত্রের সঙ্গে পরিচিত। সিনিয়র অ্যাডভোকেট জে সাই দীপক আরও বলেন, ‘চম্পক ম্যাগাজিন একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই নাম ব্যবহার করছে। জনপ্রিয় টিভি সিরিজেও এই নাম ব্যবহৃত হয়েছে।’ আদালত BCCI-কে নোটিশ জারি করেছে এবং মামলাটির পরবর্তী শুনানির দিন ৯ জুলাই ধার্য করেছে।