ছেলে ভারতীয় দলের হয়ে মাঠে নামলে, পিতা মাঠে গিয়ে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাবেন, এটাই স্বাভাবিক। তবে আইপিএল এমনই টুর্নামেন্ট, যেখানে পরিবারের সদস্যদের মধ্যেও লড়াই চলে পছন্দের দলকে সমর্থন করা নিয়ে। একই পরিবারের দুই সদস্য দু'টি আলাদা আইপিএল দলের হয়ে গলা ফাটালে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে তাই বলে ছেলে এক দলের হয়ে মাঠে নামছেন, পিতা অন্য দলকে সমর্থন করছেন, এমন ছবি দেখতে পাওয়া খুব স্বাভাবিক নয়। তেমনই অস্বাভাবিক ছবির হদিশ পেল ভারতীয় ক্রিকেটমহল।
টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি নীতীশ রেড্ডি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন। নীতীশের উপরে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির অগাধ আস্থা রয়েছে। সেই কারণেই আইপিএল ২০২৫-এর আগে নীতীশকে স্কোডায়ে ধরে রাখে তারা। নিতান্ত কম টাকায় নয়, বরং নীতীশকে রিটেন করতে ৬ কোটি টাকা খরচ করে সানরাইজার্স।
তবে এবার নীতীশ রেড্ডির পিতাকে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। নীতীশের পিতা মুত্যলা রেড্ডিকে জিমে ঘাম ঝরাতে দেখা যায় আরসিবির জার্সিতে। সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে নীতীশের পিতা ছেলের দলকেই সমর্থন করেন না?