২২ এপ্রিল, মঙ্গল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় যেভাবে ২৬ জনের প্রাণ গিয়েছে তাতে শিউরে উঠেছেন দেশবাসী। সেই আতঙ্কের রেশ যেন সহজে কাটার নয়। ঘটনার পর তীব্র নিন্দায় ফেটে পড়েছেন তারকারাও। প্রতিবাদ জানিয়েছেন খ্যতনামা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। আর এবার এই জঙ্গিহানার ঘটনায় বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ।
আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল তাঁর। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। এক বিবৃতি জারি করে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।
কী লেখা হয়েছে বিবৃতিতে?
লেখা হয়েছে, ‘সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পীদের সঙ্গে আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার অর্থাৎ ২৭শে এপ্রিল চেন্নাইতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সেই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’

এদিকে অরিজিৎ সিং-এর এমন সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ শ্রোতা অনুরাগীরা গায়ক ও আয়োজন সংস্থাকে কুর্নিশ জানিয়েছেন। প্রসঙ্গত, অরিজিতের কনসার্ট মানেই কোটি টাকার লেনদেন। অনেক টাকা খরচ করেও তাঁর গান শুনতে হাজির হন কাতারে কাতারে লোক। তাই কনসার্ট বাতিলে অনেক টাকার ক্ষতি হবে জেনেও দেশের স্বার্থে ও শোকের আবহে বড় সিদ্ধান্ত নিয়েছেন গায়ক ও আয়োজকরা। কারণ, পহেলগাঁওয়ের ঘটনার পর এই শোকের আবহে সবকিছুই এখন গায়কের কাছে তুচ্ছ।
এর আগে পহেলগাঁও হামলার পর এদিন সঙ্গীত জগতের একাধিক ব্যক্তিত্ব এদিন সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। এদিন অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি লেখেন, 'পহেলগাঁওয়ের খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা এটার মোকাবিলা করবেন কী করে ঈশ্বরই জানেন।'
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই হলেন পর্যটক, যার মধ্যে একবার আবার নেপাল থেকে বেড়াতে এসেছিলেন। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।