এক বিরল রেকর্ডে বিরাট কোহলির থেকে অনেকটাই এগিয়ে গেলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার যশস্বী জসওয়াল। ভারতীয় দলে খেলা এই ওপেনার আইপিএলে এবারে শুরুর দিকে তেমন ছন্দে না থাকলেও পরের দিকে ছন্দে ফিরেছেন। এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত তিনি ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
অরেঞ্জ ক্যাপের তালিকায় ভারতীয় ক্রিকেটাররা দাপিয়ে বেড়াচ্ছেন। শীর্ষে রয়েছেন সাই সুদর্শন, আর দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। এবার ভারতীয় দলের তারকা ব্যাটার যশস্বী জসওয়াল আইপিএলের ইতিহাসে এক বিরল নজির গড়ে ফেললেন, যা কোনও ব্যাটারেরই নেই।
ভুবির প্রথম বলেই ছয় যশস্বীর
রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০৬ রান তাড়া করতে নেমেছিলেন যশস্বী জসওয়াল আরসিবির বিরুদ্ধে। ইনিংসের প্রথম ওভারটি বোলিং করতে আসেন ভুবনেশ্বর কুমার। এদিনের শুরু থেকেই ভুবিকে সেট হতে দেননি যশস্বী। ইনিংসের প্রথম বলেই ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছয় মারেন রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ওপেনার, আর তাতেই তিনি জায়গা করে নেন একেবারে ইতিহাসে।
যশস্বী জসওয়াল এই নিয়ে আইপিএলে তৃতীয়বার ইনিংসের প্রথম বলেই ছয় মারার নজির গড়লেন। ভুবনেশ্বর কুমারকে স্কোয়ার লেগের দিকে প্রথম বলেই ছয় মারেন যশস্বী জসওয়াল। এরপর ১৯ বলে ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। জোশ হেজেলউডের বোলিংয়ে শেষ পর্যন্ত রোমারিও শেপার্ডের হাতে ক্যাচ তুলে তিনি সাজঘরে ফেরেন।
বিরাট ১বার, যশস্বী ৩বার
ইনিংসের প্রথম বলেই ছয় মারা ব্যাটারদের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, সুনীল নারিনরা। তবে তাঁরা প্রত্যেকেই নিজেদের আইপিএল কেরিয়ারে মাত্র ১বার করেন ছয় মেরেছেন ইনিংসের প্রথম বলে। কিন্তু যশস্বী সেই কাজই করে দেখিয়েছেন তিনবার।
প্রথম বলে ছয় মেরেছেন কারা?
প্রথম বলে ছয় মারার তালিকায় বিরাট কোহলি, সুনীল নারিন ছাড়াও রয়েছেন নমন ওঝা, মায়াঙ্ক আগরওয়াল, রবিন উত্থাপ্পা , ফিল সল্ট এবং প্রিয়াংশ আর্য। ফলে এই তালিকায় নজর রাখলেই বোঝা যাবে যশস্বী জসওয়াল কাদের কাদের ছাপিয়ে গেছেন ছয় মারার নিরিখে। এবারের আইপিএলে তাঁর স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো, ১৪৯।
ধারাবাহিকাভাবেই রান পাচ্ছেন যশস্বী
যদিও দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটের জন্য রাজস্থান রয়্যালসকে ভুগতে হচ্ছে। শেষ কয়েকটা ম্যাচে যশস্বী জসওয়াল ধারাবাহিকভাবে ভালো শুরু করে দিলেও দলের মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে জয়পুরের ফ্র্যাঞ্চাইজিটিকে। শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হাফ সেঞ্চুরি করেছেন যশস্বী, একমাত্র বৃহস্পতিবার ৪৯ রানে তিনি আউট হন। তবে দুর্ভাগ্যজনকভাবে চার ম্যাচেই রাজস্থান হেরেছে।