চাঙ্কি পান্ডে বলিউডের এমন একজন অভিনেতা যিনি কখনও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কখনও আবার পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু সিরিয়াস চরিত্র হোক অথবা কমেডি, বারবার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন অভিনেতা। তবে কেরিয়ারের এই দীর্ঘ 🐲যাত্রায় যে মানুষটা সব সময় পাশে ছিলেন অভিনেতার, তিনি আজ আর নেই।
১৭ মে মায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। প্রয়াত মায়ের জন্মদিনে বেশ কিছু পুরনো ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমরা 🎉তোমাকে প্রতিদিন উদযাপন করি।’
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপ🌞ারহিট ছবি উপহার দিয়েছেন এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: 𒐪বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহুবলী, পুষ্পা-র থেকেও বেশি
চাঙ্কি 🍌পান্ডের মা মারা যান ২০১১ সালে। অভিনেতার বাবা ছিলেন একজন হার্ট সার্জেন এবং মা ছিলেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের মৃত্যুর প✃র এতগুলো বছর কেটে গেলেও আজও প্রতিবছর মায়ের জন্মদিন পালন করেন চাঙ্কি।
প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘হাউসফুল ৫’। এই সিনে💃মায় ফের আরও একবার অভিনয় করতে দেখা 🥂যাবে চাঙ্কি পান্ডেকে। ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ এবং সোনম বাজওয়া, নার্গিস ফাখরি।
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়া নজর ক্যাটের, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভ🐷িকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সবার মতামত..🌄.'
ছবিতে আরও অভিনয় করবেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, জনি লিভা♔র, শ্রেয়াস তালপাড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আকাশদীপ সাবির।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত তরুণ মনসুখানি প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৬ জুন। ইতিমধ্যেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আরও একবা🃏র নিখাদ কমেডিতে ভরা একটি ছবি দেখার জন্য।