আজ শনিবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের শুরু হতে চলেছে আইপিএল। ৮ মে, ভারত-পাক অশান্তির জন্য উত্তর ভারতের ধর্মশালায় স্থগিত হয়ে যাওয়া লিগ, কর্ণটকের চিন্নাস্বামী স্টেডিয়ামে ꦚরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের শুরু হতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও দলের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু আইপিএল পুনরায় শুরুর দিনেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।
আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রব𒐪ল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও টানা ১ ঘন্টার বৃষ্𝄹টিও কিন্তু কম নয়। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা খুবই ভালো, এখানে প্রবল বৃষ্টির পরও জল দাঁড়ায় না। তাই আশা করা যেতেই পারে যে এখানে ম্যাচের ফয়সলা হবে, বৃষ্টি পুরোপুরি বাধা হয়ে দাঁড়াবে না।
যদিও এর আগে এই মরশুমেই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সꦑ বেঙ্গালুরুর ম্যাচ এই মাঠেই বৃষ্টিতে বিঘ্ন ঘটেছিল। এরপর ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয় ১৪ ওভারে। ফলে বৃষ্টির ভ্রুকুটি আইপিএলের প্রথম ম্যাচে পিছু ছাড়ছে না দুই দলকেই। আজ যদি বৃষ্টি খেলায় সমস্যা তৈরি করে, তাহলে দুই দলের জন্যই অশনি সংকেত হবে।
কারণ কলকাতা নাইট রাইডার্স তো পুরো প্রতিযোগিতা থেকেই বাইরে চলে যাবে যদি আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এমনিতেই তাঁরা হাতে রয়েছে ১২ ম্যাচে ১১ পয়েন্ট, ফলে বাকি দুই ম্যাচ জেতা﷽র পরেও তাঁদের তাকাতে হবে অন্য দলের দিকে। সেখানে বৃষ্টিতে পয়েন্ট নষ্ট হলে, শনিবারই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আইপিএল ২০২৫ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
যদিও আরসিবির আশা জিইয়ে থাকবে, কারণ তাঁরা বেশ মজবু♌ত জায়গায় রয়েছে। লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকায় তাঁরা প্লে অফের কাছেই রয়েছে। আজ জিতলেই তাঁদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলেও তাঁরা প্লে অফের কার্যত পৌঁছে য💝াবেন। এরপরেও তাঁদের হাতে আরও দুটি ম্যাচ থাকবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
সেই দুই ম্যাচ জিততে পারলে আরসিবি সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। প্লে অফে এলিমিনেটর খেলার থেকে কোয়ালিফায়ার খেললে ফাইনালে যাওয়ার সুযোগ বেশি থাকে, তা🤡ই বিরাট কোহলির দল চাইবে আজ যাতে বৃষ্টি না হয় চিন্নাস্বামীতে। আর আইপিএল ২০২৫-র প্রথম ম্যাচের পরই পুনারয় আইপিএল ২০২৫ শুরুর প্রথম ম্যাচেও যাতে কেকেআরকে হারিয়ে তাঁরা আরও একধাপ এগোতে পারেন ট্রফির দিকে। ফলে আজ বৃষ্টি পড়লে আরসিবির প্লে অফে উঠতে একটু দেরি হতে পারে, কিন্তু কেকেআর পুরো ছিটকে যাবে।