'বাল্য প্রণয়ে অভিসম্পাত আছে', এমনটাই মনে করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাল্যপ্রণয় বা শৈশবের প্রেমকে তিনি একটি খারাপ পরিণতি বা দুর্ভাগ্য হিসাবে মনে করতেন। এমন ভাবনা যে সবার ক্ষেত্রে সত্য়ি তা নয়। তবে বঙ্কিমচন্দ্রের এমন ভাবনার সঙ্গে খানিকটা মিলে যায় বলিউডের ঋত্বিক-সুজানের প্রেম।
ছোটবেলার বন্ধুত্ব, তবে ধীরে ধীরে ঋত্বিক-সুজানের সেই সম্পর্ক একদিন প্রেমে বদলে গিয়েছিল। এরপর বড় হয়ে সেই সুজানকেই বিয়ে করেন সুপারস্টার হৃত্বিক রোশন। সেটা ছিল ২০ ডিসেম্বর ২০০০ সাল। সুখেই কাটছিল সংসার। তাঁদের দুই ছেলেও হয়। রেহান ও হৃদান। এরপর হঠাৎই ২০১৪ সালে এসে ডিভোর্সের কথা জানান বলিপাড়ার এই তারকা দম্পতি। যদিও বিচ্ছেদের পরেও দুই সন্তানের স্বার্থেই এখনও সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেছেন ঋত্বিক-সুজান।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে হৃত্বিক সুজানের বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিয়ো। কী আছে তাতে?
ভিডিয়োর শুরুতেই বর বেশে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে। তাঁর পরনে ছিল সাদা শেরওয়ানি এবং মাথায় ফুলের মুকুট। এরপরই হৃতিকের চোখ পড়ে কনে সুজানের উপর, তাঁকে সোনালি এবং লাল রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে। কনের বেশে বিয়ের মণ্ডপে ঢুকতে দেখা যায় তাঁকে। এরপরই ভিডিয়োতে রয়েছে হৃত্বিক-সুজানের মালাবদলের দৃশ্য। একে অপরকে মোটা গোলাপের মালা পরালেন। ঠিক এরপরই হল সিঁদুর দান। তারপর রেজিস্ট্রি পেপারেও সই করতে দেখা যায় নবদম্পতিকে।
এরপর আবার মাইক হাতে হৃত্বিককে কিছু একটা বলতে দেখা যায়, আর তাতে সম্মতি প্রকাশ করেন সুজান। বিয়ের পর হাতে হাত ধরে ডান্স ফ্লোরেও ঝড় তোলেন হৃত্বিক-সুজান। রোম্যান্সে ভরপুর ছিল সেদিনের সেই নবদম্পতির নাচ।