বক্স অফিসে রীতিমত দাপট দেখাচ্ছে কিলবিল সোসাইটি। সৃজিতের ছবি টেক্কা দিতে না পারলেও জাতীয় মাল্টিপ্লেক্সে বেশ ভালোই ব্যবসা করছে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্তর পুরাতন। কে কত ব্যবসা করল?
আরও পড়ুন: চলে গেছিলেন পরম-পিয়াকে ছেড়ে, অবশেষে ফিরলেন ঘরে! কে এই বাঘা?
জাতীয় মাল্টিপ্লেক্সে ২০২৫ এ কোন ছবি কত ব্যবসা করেছে?
এখনও পর্যন্ত কিলবিল সোসাইটি জাতীয় মাল্টিপ্লেক্সে মোট ৮৮ লাখ টাকার ব্যবসা করেছে। অন্যদিকে সত্যি বলে সত্যি কিছু নেই ৫৫ লাখ টাকা আয় করেছে। তৃতীয় স্থানে আছে পুরাতন ছবিটি। এটি এখনও পর্যন্ত জাতীয় মাল্টিপ্লেক্সে ৫৩ লাখ টাকার ব্যবসা করেছে। অন্যদিকে এই রাত তোমার আমার ছবিটি ৪৭ লাখ টাকার ব্যবসা করেছে।
এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে তাঁদের এই রিপোর্টে আরও জানানো হয়েছে যে ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে জাতীয় মাল্টিপ্লেক্সে পুরাতন ছবিটি ৭ লাখ ৩৬ হাজার টাকার ব্যবসা করেছে। অন্যদিকে সেখানে কিলবিল সোসাইটির ছবির আয় ৪ লাখ ১৬ হাজার টাকা। আর পশ্চিমবঙ্গে সেই অঙ্কের পরিমাণ ২০ লাখ ১১ হাজার টাকা। পুরাতন ছবিটির আয় সেখানে ১৬ লাখ ৯৯ হাজার টাকা।
এই একই সময় চেক ইন চেক আউট ছবিটি পশ্চিমবঙ্গে ৩ লাখ ৮৬ হাজার টাকার ব্যবসা করেছে। অন্নপূর্ণার আয় হয়েছে মাত্র ১ লাখ ২৮ হাজার টাকা।
কিলবিল সোসাইটি ছবিটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
পুরাতন ছবিটি প্রসঙ্গে
পুরাতন ছবিটির পরিচালনা করেছেন সুমন ঘোষ। প্রযোজনার দায়িত্বে ঋতুপর্ণা সেনগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয়ে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুর, ইন্দ্রনীল সেনগুপ্ত । এই ছবিতে উঠে এসেছে পরিবারের জটিল যে সমীকরণ আছে সেগুলোর কথা। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। পুরাতন ছবিটির ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব হাউস্টোনে সেরা ফিচার ফিল্ম বিভাগে জয়ী হয়েছিল। এছাড়াও ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি এবং সেরা অভিনেত্রী (শর্মিলা ঠাকুর) বিভাগে পুরস্কার পেয়েছে।