বাংলা নিউজ > বায়োস্কোপ > Anik Dutta: ‘পুঁতে দেব….’, ভোটকেন্দ্রে হুমকির মুখে! তৃণমূলের দিকে কার দিকে আঙুল তুললেন বামমনস্ক অনীক দত্ত?
বিছিন্ন অশান্তির সঙ্গে সম্পন্ন হল রাজ্যের সপ্তম ও শেষ দফা নির্বাচন। এদিন সকাল থেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন টলি তারকারা। ভোট দিতে গিয়েও তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তবে ভোট দিতে গিয়ে বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকলেন অনীক দত্ত। আরও পড়ুন-প্রেম নিয়ে জল্পনা জারি! ‘ঝগড়াটাই আর্শীবাদ’, কেন ১৫ বছর দূরে ছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ?