‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার..’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সহদেব নামে এক শিশু। ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা ওই শিশুটি। এই ভাইরাল ভিডিয়ো দেখেই সহদেবকে গান গাওয়ার সুযোগ করে দেন ব়্যাপার বাদশা। গানের রিমেক ভার্সন সহদেবকে নিয়ে গেয়েছিলেন তিনি। গানটিতে বাদশা, সহদেব ছাড়াও দেখা গিয়েছে আস্থা গিল এবং রিকোকে। ‘বাচপান কা পেয়ার..' গানের নতুন ভার্সনের লিরিক্স লিখেছিলেন বাদশা নিজেই।এরপরই গত ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’এর পঞ্চম পর্বের প্রথম ভাগ। পঞ্চম সিজন আসার আগেই 'বেলা চাও'-এর সুরে 'জলদি আও' গানটি প্রচুর ভাইরাল হয়েছে। এবার সহদেবের গলায় শোনা গেল সেই 'বেলা চাও'। সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সহদেবের গলায় 'বেলা চাও' রীতিমতো সাড়া ফেলেছে। তাঁর গাওয়া ‘বচপন কা পেয়ার’-যে রাতারাতি তাঁর জীবন বদলে দেবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি সহদেব। এবার জনপ্রিয় ওয়েব সিরিজের থিম সং এই কিশোরের গলায় শুনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এখন নেটিজেনদের মনে প্রশ্ন, আবারও কী নতুন কিছু নিয়ে হাজির হতে পারে সহদেব?