‘ওহ স্ত্রী জলদি আনা’! ১৫ অগস্ট অবধি আর অপেক্ষা করতে পারবেন না স্ত্রী ২-এর টিজার দেখলে। শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাওয়ের দলে যোগ দিলেন তামান্না ভাটিয়াও।
Glimpses from Stree 2 teaser
শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও তাদের ২০১৮ সালের সিনেমা স্ত্রী দিয়ে ভক্তদের রেখেছেন অধীর অপেক্ষায়। অবশেষে ২০২৪ সালে এসে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অমর কৌশিক পরিচালিত ছবিটি সর্বকালের অন্যতম সফল এবং প্রিয় হরর কমেডি হিসাবে আবির্ভূত হয়েছিল। ভক্তদেরও সিক্যুয়ালের জন্য অধৈর্য করে তুলেছিল। নির্মাতারা অবশেষে এর টিজারটি বাদ আনলেন। অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজকুমার ও শ্রদ্ধা অভিনয় করেছেন। তবে রয়েছে একটি সারপ্রাই এন্ট্রি!
স্ত্রী-র ফেরার উচ্ছ্বাস যেন যথেষ্ট ছিল না, ভক্তদের মন জয় করল টিজারে তামান্না ভাটিয়ার ঝলক। প্রথমে নাচতে দেখা যায় তামান্নাকে। তবে রয়েছে আরও বড় চমক। ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির উপর জল ঢালার দৃশ্য দিয়ে শুরু হচ্ছে টিজারটি। মূর্তির পাদদেশে লেখা 'ও স্ত্রী রক্ষা কর।' রাজকুমার রাওয়ের চোখে মুখে আতঙ্ক, বলছে, 'ও তো সত্যিই এসে গিয়েছে'। এরপর স্ব মহিমায় শ্রদ্ধা থুরি ভূতনী স্ত্রী। ১ মিনিটের টিজারই গায়ে শিহরণ ধরাচ্ছে।
রাজকুমার ফিরেছেন তাঁর ভিকি চরিত্রটি দিয়েই। শ্রদ্ধা এবারেও ভয় ধরালেন দর্শককে। সব মিলিয়ে একেবারে টানটান টিজার। যা বোঝাল সিনেমাটি কিছু কম উত্তেজনার হবে না!
মন্তব্য বিভাগে, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উচ্ছ্বসিত হয়েছেন, ‘ওহ স্ত্রী জলদি আনা💃🏻’। অন্য একজন উত্তেজিত ভক্ত লিখেছেন: ‘শ্রদ্ধা কাপুরকে একই সঙ্গে চিৎকার করতে এবং হাসতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না! কে জানত ভূত এমন বিনোদন দিতে পারে?’ 🔥❤️ তৃতীয় একজন মন্তব্য করেছেন: 'ওহ স্ত্রী জলদি আনা🔥❤️ অপেক্ষা করতে পারছি না’।
১৫ আগস্ট স্ত্রী ২ প্রেক্ষাগৃহে আসতে প্রস্তুত। বক্স অফিসে অক্ষয় কুমার ও তাপসী পান্নুর খেল খেল মে, জন আব্রাহাম, শর্বরী ও তামান্না অভিনীত 'ভেদা'র সঙ্গে লড়াইয়ে নামবে ছবিটি। কোন চলচ্চিত্রটি বেশি ব্যবসা করবে বলে আপনি মনে করেন?