সদ্যই বাগদান সারলেন অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু। বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমের মাসে তাঁরা আংটি বদল সারলেন। তাঁদের আশীর্বাদ এবং বাগদানের অনুষ্ঠানে রীতিমত চাঁদের হাট বসেছিল। কী কী উপহার পেয়েছেন এদিন তাঁরা?
আরও পড়ুন: 'শত চেষ্টা করেও...', বড়সড় সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া! কী ঘটেছে গায়িকার সঙ্গে?
বাগদানে কী কী উপহার পেয়েছেন অনন্যা এবং সুকান্ত?
এদিন অভিনেতা সায়ক চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সুকান্ত অনন্যা সহ উপস্থিত আছেন সায়ক এবং তাঁদের কিছু বন্ধু বান্ধব এবং বাবা মায়েরা। সকলের উপস্থিতিতে এদিন তাঁর কী কী উপহার পেয়েছেন সেগুলো খোলেন। এবং তারই কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নেন সায়ক।
সায়কের ভিডিয়ো থেকে জানা গিয়েছে কৃষ্ণকলি টিম অনন্যাকে তাঁর বাগদান উপলক্ষ্যে একটি কানের দুল সহ দুজনকে ম্যাচিং রাত পোশাক, একটি রাধা কৃষ্ণের মূর্তি এবং একটি ডিফিউজার দিয়েছে। এছাড়া তাঁদের এক প্রতিবেশী তাঁদের একটি নামি পোশাকের ব্র্যান্ডের গিফট কার্ড উপহার দিয়েছেন। কেউ আরেকজন দিয়েছেন নাকি মেকআপ কোম্পানির ব্যাগ এবং মেকআপ। এছাড়া একটি ইনস্ট্যান্ট ক্যামেরাও পেয়েছেন তাঁরা উপহারে।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে সায়ক লেখেন, 'বিয়েতে কি পেল সুকান্ত, অনন্যা? দেখলে অবাক হয়ে যাবেন।'
আরও পড়ুন: ফেলুদার সমস্ত 'খামতি-বিচ্যুতি' সৃজিতের নয়, বরং টোটার! হঠাৎ কেন এমন দাবি করলেন অভিনেতা?
অনন্যা এবং সুকান্তর বাগদানের অনুষ্ঠান
২৫ ফেব্রুয়ারি সুকান্তর সঙ্গে বাগদান সারলেন অনন্যা গুহ। তাঁদের সকালের আশীর্বাদ লুক থেকে বিকেলের বাগদানের লুক সবই প্রকাশ্যে এসেছে। সকালে সাবেকি সাজে ধরা দিলেও, বিকেলে তাঁদের দুজনকে পশ্চিমী পোশাকে তাক লাগাতে দেখা যায়। অনন্যা গুহ তাঁর বাগদানের রাতে পরেছিলেন মেরুন রঙের একটি অফ শোল্ডার থাই স্লিট গাউন পরেছিলেন। অন্যদিকে সুকান্ত কুন্ডু পরেছিলেন কালো শার্ট, স্যুট। এদিন তাঁদের জুটি বেঁধে যেমন ফটোশ্যুট করতে দেখা যায় তেমনি সুকান্তর হাত ধরে জমিয়ে নাচতেও দেখা যায় অনন্যা গুহকে। আশীর্বাদের সকালে লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে এদিন ঢুকতে যায় অনন্যাকে। সঙ্গে পরেছিলেন ম্যাচিং লাল ব্লাউজ। কনের সঙ্গে ম্যাচ করে লাল পঞ্জাবি এবং সাদা পায়জামা পরেছিলেন সুকান্ত।