এই তো কয়েকটা দিন আগের কথা। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জঙ্গলে ঘুরে বেꦗড়াচ্ছিলেন বলি অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। কখনও নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে রান্না করেছেন, কখনও আবার, পাহাড়ি নদীর জলে স্নান করেছেন। প্রকৃতির কোলে মিশে গিয়েছিলেন। সমস্ত বিলাসিতা, পো🐭শাক ত্যাগ করে কিছুদিন প্রকৃতির সঙ্গে সময় কাটিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই পোস্ট করেছিলেন সেই সব ছবি। যদিও তা নিয়ে নেটপাড়ায় কিছু কম চর্চা হয়নি। 🌳দ্রুত ভাইরাল হয়েছিল সেই সব ছবি। তবে বুধবার আবারও মুম্বইয়ে অভিনেতাকে দেখা গেল ছিমছাম স্বাভাবিক পোশাকে। সাদা টি-শার্টের উপর একটা জ্যাকেট, সঙ্গে জগার পরেছিলেন। ⛦পাপারাৎজির মুখোমুখি হতেই তাঁকে শুনতে হল ‘জঙ্গল ওয়ালি ফটো বোহোত আচ্ছি থি’ অর্থাৎ আপনার জঙ্গলের ফটোগুলি বেশ ভালো ছিল। এমন কথায় অভিনেতা থমকে যান, তারপর হেসে উত্তরে বলেন, 'আপনার পছন্দও বেশ ভালো।'
ভিডিয়োটি পোস্ট করে পাপারাৎজির তরফে ক্যাপশানে লেখা হয়েছে ‘হিমালয়ের মানুষ! যিনি শারীরিক ভাবেও সুন্দর🐓 এবং ফিট।’
আরও পড়🌳ুন-তৈরি হচ্ছে ‘ঝিন্দের বন্দী’র রিমেক, উত্তম-সৌমিত্রর ভূমিকায় যিশু-অনির্বাণ!
আরও পড়ুন-অষ্টমঙ্গলা নয়, ৩ দিনেই জোড় খুলতে সৌরভকে নিয়ে বাপের বাড়িত♊ে দর্শনা