৭৮তম কান চলচ্চিত্র উৎসবে তারকাদের পোশাক নিয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। নগ্নতা বা অতিরিক্ত বিশাল পোশাক পরা যাবে না, তা অনুষ্ঠানের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার এই প্রসঙ্গে বেশ মজাদার সমালোচনা করতে শোনা গেল কমেডিয়ান বীর দাসকে।
১৪ মে উৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বীর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখেছেন যেখানে তিনি বলেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে নতুন নিয়মের কারণে আমি আর কান চলচ্চিত্র উৎসবে যোগ দেব না। এই বছর আমি একটি গাঢ় বেইজ রঙের অফ শোল্ডার ৭৮ ফুট লম্বা পোশাক পরার পরিকল্পনা করেছিলাম।’
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
কৌতুক অভিনেতা আরও লেখেন, ‘আমার এই পোশাক আমার হাতের কব্জি কভার করে থাকতো কিন্ত নিম্নাঙ্গ উন্মুক্ত থাকত। কিন্তু আমি যদি অরিজিনাল পোশাক পরতেই না পারি, তাহলে উৎসবে যোগ দেওয়ার মানে কি? এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একাধিক সেলফি তোলার পরিকল্পনা করেছিলাম। আমি উৎসবের জন্য শুভকামনা জানাই সকলকে।’
কৌতুক অভিনেতার এই পোষ্ট দেখে বেশ মজার কমেন্ট করেন ভক্তরাও। একজন লেখেন, ‘আপনি কি দয়া করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনার বিশেষ পোশাকের ভার্চুয়াল ছবি তৈরি করতে বলবেন, কারণ আমার মত কিছু মানুষ এই পোশাকটি পরিকল্পনা করতে পারছে না।’ অন্য একজন লিখেছেন, ‘আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি এবং এই কঠিন সময়ে আপনার পাশে রয়েছি আমি।’
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
কান চলচ্চিত্র উৎসবের নতুন নিয়ম প্রসঙ্গে
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার আগেই জানানো হয়, চলচ্চিত্র উৎসবে নগ্নতা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়াও প্রকাণ্ড কোনও পোশাক পরে আসতে পারবেন না কোনও তারকা। প্রকাণ্ড বলতে এখানে বোঝানো হয়েছে সেই সমস্ত ড্রেস যার পিছনের অংশটি অনেক বড় দীর্ঘ হয়ে থাকে এবং মাটিতে লুটিয়ে থাকে। এছাড়া খোলামেলা পোশাকে নিজের নগ্নতা তুলে ধরা যায়, এমন পোশাকও পরে উৎসবে যোগ দেওয়া যাবে না।