তারকা ক্রিকেটার বিরাট কোহলি সবসময়ই হার্ডকোর পাঞ্জাবি গানের বড় অনুরাগী। একথা তিনি নিজেই বহুবার স্বীকার করেছিলেন। তবে আবার বিভিন্ন আঞ্চলিক গানের প্রতিও বিশেষ ভালোবাসা রয়েছে বিরাটের। সম্প্রতি, বিরাট জানিয়েছিলেন, তাঁর সর্বকালের সবচেয়ে পছন্দের শিল্পীদের একজন হলেন বলিউডের সুপারস্টার প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। তবে এবার বিরাটের সাম্প্রতি প্লেলিস্টে কোনও প্রিয় চার্ট বাস্টার পাঞ্জাবি বা অরিজিতের গানও নয় রয়েছে অন্য একটি বিশেষ গান।
আর এই গানটি কী সেটা জানলে হয়ত আপনিও অবাক হবে। গানটি হল এআর রহমান এবং সিড শ্রীরামের তামিল হিট - নী সিংগাম ধন-এর সুপার পপুলার সুর। ২০২৩ সালের এপ্রিলে মুক্তি পায় তালিল ছবি ‘পাথু থালা’। সেই ছবিরই গান এটি। বিরাট জানিয়েছেন, যে তিনি সম্প্রতি এই মাস্টারপিসটি বারবার শুনছেন। বিরাটের এমন কথা অনুরাগীদের কিছুটা হলেও অবাক করেছে বৈকি। কারণ গানটি তামিল গান। আর বিরাট কোহলি দিল্লির ছেলে। তাঁর মাতৃভাষা মোটেও তামিল নয়।
হ্যাঁ, ঠিকই শুনছেন আপাতত রহমানের সুরে জনপ্রিয় প্লেব্যাক গায়ক সিড শ্রীরামের গাওয়া এই গানটিই রয়েছে বিরাটের পছন্দের তালিকায়। সম্প্রতি যখন বিরাটকে প্রশ্ন করা হয় তাঁর এই মুহূর্তে প্রিয় গান সম্পর্কে। উত্তরে কোহলি বলেন, ‘মোস্ট ফেভরিট রাইট নাও, ইউ উইল বি শকড…নী সিংগাম ধন। (আমার প্রিয় গান? শুনলে অবাক হবেন।’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বিরাটের এই ভিডিয়োটি।