হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের করোনা আতঙ্ক। ফের বাড়ছে সংক্রমণ। সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরের জনবহুল এলাকাতে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়়তে চলে🥀ছে বলেই খবর। সম্প্রতি হংকংয়ের সংক্রমণাত্মক রোগ বিভাগের (কমিউনিকেবল ডিজিজ ব্রাঞ্চ অব সেন্টার অব হেলথ প্রোটেকশন) প্রধান অ্যালবার্ট এমনটাই জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।
আরও পড়ুন - চড়কের দিন নয়, দুর্গাপুরের আমরাই ꩲগ্রামে গাজন হয় বুদ্ধ পূর্ণিমাতে, কেন এই রীতি?
প্রতি সপ্তাহে বাড়ছে রোগীর সংখ্যা
সম্প্রতি হংকংয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহু সংখ্যক রোগী হাজির হচ্ছেন হাসপাতালে। ব্লুমবা🌺র্গের খবর অনুযায়ী, এই সব রোগীর অধিকাংশই কোভিড পজিটিভ। অনেকেকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালেও। যার জেরে ফের ব্যাপক আকারে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। গত ৩ মে পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২৮ শতাংশ হারে বেড়েছে রোগীর হার। বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত ১৪,২০০ জন রোগী আক্রান্ত হচ্⭕ছেন কোভিডে। পরিস্থিতি যাচাই করেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
হাসপাতালের রোগী বেড়েছে ৩০ শতাংশ
শুধু আক্রান্তের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও। হংকংয়ের স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক প্রা🐟য় ৩০ শতাংশ বেড়েছে রোগীর হাসপাতালে ভর্তির হার।
আরও পড়ুন - শুধু কাঁচা নুন নয়, রোজকার খাবারের ৫ জিনিসও রক্তচাপ বাড়ায়, সামলে চলুন এখ💛ন থেকেই
কী বলছে স্বাস্থ্য দফতর?
কেন ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস? এই প্রশ্নের এখনও কোনও সদুত্তর দিতে পারছে না সিঙ্গাপুর স্বাস্থ্য দফতর। তবে মনে করা হচ্ছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাই এর প্রাথমিক 𓆉কারণ। করোনার কোন ভ্যারিয়ান্ট বা রূপ এবার সংক্রমণ ছড়াচ্ছে, তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতর। তবে সংবাদমাধ্যম সূত্রের দাবি, সেই ভ্যারিয়ান্ট বা রূপ যে সংক্রমক, এমন কোন🔜ও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
কী পরামর্শ বিশেষজ্ঞদের?
এশিয়ার অন্যতম বড় দুটি শহর হল সিঙ্গা🐭পুর ও হংকং। এই দুটি শহরে কোভিড সংক্রমণ বাড়বার নেপথ্যে বড় কারণ হল মহাদেশেও বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা এই অবস্থায় পরামর্শ দিচ্ছেন, নিয়ম করে টিকা নিয়ে রাখতে। পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার উপরে জোর দিতেও বলা হচ্ছে।