কোনও পুরুষ নয়, আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রক্ষা করার ভার নিয়েছেন মহিলারাই। শনিবার অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে নারীশক্তিকে কুর্নিশ জানানোর জন্য। মহিলাদের আর্থিক, রাজনৈতিক, ও সামাজিক সম্মান বাড়ানোর উদ্দেশে এই বিশেষভাবে পালন করা হয়। আর আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে, নারীশক্তিকে অভিবাদন জানাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গুজরাটে প্রধানমন্ত্রী মোদীর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা। আর এই অনুষ্ঠানেই নারীশক্তিকে বিশেষভাবে সম্মান জানাবেন তিনি।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাটের নভসারি জেলায় 'লাখপতি দিদি' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সেই ভাষণের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবেন শুধুমাত্র মহিলা পুলিশকর্মীরাই। বৃহস্পতিবার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার এক প্রতিমন্ত্রী ।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিচ্ছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার, শুধুমাত্র মহিলা পুলিশকর্মীরাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন। নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছানো থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত, প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে নারীবাহিনী। গুজরাটে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার জন্য মহিলা পুলিশ বাহিনী এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্রের খবর, মোট ২,১৬৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ জন মহিলা পিআই, ৬১ জন মহিলা পিএসআই, ১৯ জন মহিলা ডিওয়াইএসপি, ৫ জন মহিলা ডিএসপি, ১ জন মহিলা আইজিপি এবং ১ জন মহিলা এডিজিপি পুরো কর্মসূচির তদারকি করবেন। এভাবেই নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপন করবে গুজরাট। (আরও পড়ুন: প্রতিদিন ১৩০০০ কোটির ক্ষতি! বিশ্বে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তি ইলন মাস্ক)
আরও পড়ুন: মহাকুম্ভে বিস্ফোরণের পরিকল্পনা ছিল, তারপরই রাম মন্দির! জেরায় বিস্ফোরক ধৃত আব্দুল
নারীদের অদম্য লড়াই, অসামান্য শক্তিকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই পালন করা হয় ৮ মার্চ দিনটি। প্রতি বছরই নারী দিবসের আগে থেকেই শুরু হয়ে যায় নানারকম প্রস্তুতি। এই অনুষ্ঠানে ১.১ লক্ষেরও বেশি মহিলার অংশগ্রহণের কথা । সবমিলিয়ে একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত করবে।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এদিন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি তুলে দেবে বিভিন্ন ক্ষেত্রে সফল কয়েকজন নারীর হাতে । তাঁরা সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে তাঁদের কাজ এবং অভিজ্ঞতা সম্পর্কে কথা বলবেন।
আরও পড়ুন: জয়শংকরের নিরাপত্তা বলয় লঙ্ঘন খলিস্তানির, 'প্রতিবাদের অধিকারকে সমর্থন…', বলল UK
এর আগে 'মন কি বাত' অনুষ্ঠানে মোদী বলেছিলেন, 'আন্তর্জাতিক নারী দিবস আমাদের নারী শক্তিকে অভিবাদন জানানোর একটি বিশেষ উপলক্ষ। আমাদের সংস্কৃতিতে, মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। দেশের মাতৃশক্তি আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধান রচনাতেও একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।'