মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন এবং ফেড চেয়ারম্যানকে নিয়ে সিদ্ধান্তের পরেই দু'দিনে একলপ্তে ৩৮০০ টাকা কমে গেল হলুদ ধাতুর দাম। বিশেষজ্ঞদের দাবি, চিনের উপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে বাণিজ্য যুদ্ধের তেজ বাড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কমিয়ে কিছুটা পিছু হটার ইঙ্গিত দিতেই প্রভাব পড়েছে সোনার দামে।
গত কয়েকদিন সোনার দাম বিপুল বাড়ার পর বুধবার একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল সোনালি ধাতুর দাম ৷ এর জেরে বৃহস্পতিবারও দাম কমতে পারে বলে আশা করে রেখেছিলেন সাধারণ মানুষ ৷ কিন্তু এদিন সোনার দাম কমার বদলে সামান্য বেড়ে গিয়েছে ৷ আজ এমসিএক্স-এ ১০ গ্রাম সোনার দাম সামান্য বেড়ে হয়েছে ৯৬,১৮৮ টাকা। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজিতে ৯৭,৭৫ টাকা কমেছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।গত কয়েক মাস ধরে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন মন্দার আশঙ্কার মধ্যে সোনার দাম বৃদ্ধি পেয়েছে, এবং মঙ্গলবার সোনার ১ লক্ষ টাকার সীমা অতিক্রম করেছিল। এদিকে, কলকাতায় আজ ২৪ ক্যারাট খুচরো সোনার ১০ গ্রামের দাম ৯৬৪৫০ টাকা। আর ২২ ক্যারাট সোনার দাম আজ ৯১৬৫০ টাকা। পাশাপাশি ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৬৯০০ টাকা।
আরও পড়ুন: 'প্রয়োজনে আরও ১০টা যুদ্ধ করব কাশ্মীর নিয়ে', বক্তা হলেন পাক সেনা প্রধান
বিশেষজ্ঞদের দাবি, সোনাকে সুরক্ষিত লগ্নি মনে করা হয়। তাই বাকিদের শুল্ক স্থগিতে সামান্য স্বস্তি মিললেও, মার্কিন যুক্তরাষ্ট্র-চিন পরস্পরের উপরে শুল্ক হার বাড়াতে থাকায় বিশ্ব অর্থনীতিতে তুঙ্গে ওঠে অনিশ্চয়তা। চাহিদা বাড়ায় চড়তে থাকে সোনার দর।কিন্তু সম্প্রতি চিনের সঙ্গে শুল্কযুদ্ধে ইতি টানার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘১৪৫ শতাংশ শুল্ক অনেকটা বেশি হয়ে যায়। এটি যথেষ্ট পরিমাণে কমানো হবে।' অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সুদের হার না কমানোর জন্য ফেডারেল রিজার্ভের সমালোচনা করেছিলেন। তবে এখন তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এই দুটি বিষয়ের জন্যই সোনার দাম ধীরে ধীরে কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।