বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir Encounters Latest Update: কাশ্মীরে জোড়া এনকাউন্টারে শহিদ ২ জওয়ান, জবাবে ৪ জঙ্গিকে খতম করল সেনা
পরবর্তী খবর
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় শনিবার দুটি এনকাউন্টারে শহিদ হলেন দুই সেনা। এদিকে এই গুলির লড়াইতে কমপক্ষে চার বিচ্ছিনতাবাদী জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরর চিনিগাম ও মাদেরগাম এলাকায় এই এনকাউন্টারগুলি চলছে। রিপোর্ট অনুযায়ী, কুলগাম জেলার মদেরগাম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশ। গ্রামে ঢুকে শনিবার সকাল থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। সেই সময় এক সেনা জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। (আরও পড়ুন: লাদাখের দিকে এগোচ্ছে PLA, প্যানগংয়ের কাছেই তৈরি চিনা বাঙ্কার, মোতায়েন সামরিক যান)