উত্তরপ্রদেশ এসটিএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোররাতে কৌশাম্বি জেলা থেকে গ্রেফতার করা হল এক খলিস্তানি জঙ্গিকে। পাকিস্তানের আইএসআই-এর সাথে যোগসূত্র আছে এই জঙ্গির। সে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের এক 'সক্রিয় সন্ত্রাসী'। সন্দেহভাজন সন্ত্রাসীর নাম - লাজার মসিহ। পঞ্জাবের অমৃতসরের রামদাস এলাকার কুরলিয়ান গ্রামের বাসিন্দা সে। এই ধৃত জঙ্গি আবার জেল পালানো আসামি। (আরও পড়ুন: মাথায় হাত বাংলাদেশের, খিদের জ্বালায় কুঁকড়ে যাবে রোহিঙ্গারা)
আরও পড়ুন: আকাশ থেকে বাড়ির চাল ফুঁড়ে পড়ল অস্বাভাবিক ঘন বস্তু, রহস্যভেদে শুরু গবেষণা
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টে ২০ মিনিটে গ্রেফতার করা হয় এই খলিস্তানি জঙ্গিকে। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (ইউপি স্পেশাল টাস্ক ফোর্স, আইনশৃঙ্খলা) অমিতাভ যশ জানিয়েছেন, কৌশাম্বির কোখরাজ থানা এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় লাজারকে। (আরও পড়ুন: ট্রাম্পের বিদেশ নীতি অনেকাংশেই ভারতের জন্যে ভালো, বড় দাবি জয়শংকরের)
আরও পড়ুন: বাজেয়াপ্ত টাকার পাহাড়, ১২ কোটির সোনা পাচার করে অভিনেত্রীর পকেটে ঢুকত কত?
আরও পড়ুন: গুলিবিদ্ধ অবস্থায় মৃত ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার মার্কিন মুলুকে, ঘনাচ্ছে রহস্য
অমিতাভ যশ বলেন, 'উপলব্ধ তথ্য অনুসারে, স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজির জন্য কাজ করে গ্রেফতার হওয়া এই সন্ত্রাসী। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) জার্মানি ভিত্তিক মডিউলের প্রধান এই স্বর্ণ সিং। পাকিস্তান ভিত্তিক আইএসআই অপারেটিভদের সাথে সরাসরি যোগাযোগ আছে ধৃত জঙ্গির।' তিনি আরও যোগ করেন যে অভিযানে ধৃত সন্ত্রাসীর কাছ থেকে কিছু বিস্ফোরক উপাদান এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে সফল হয়েছে যৌথ বাহিনী। (আরও পড়ুন: লন্ডনে জয়শংকরের ওপর খলিস্তানির হামলার চেষ্টা, ছেঁড়া হল তেরঙ্গা, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে ধর্ষণের অভিযোগ করা যাবে না? যা বলল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: বছর ১৪-র কিশোরীকে গণধর্ষণ,অ্যাসিড দিয়ে 'ওম ট্যাটু' করিয়ে মাংস খাওয়াল সলমন-রশিদরা
ধৃত জঙ্গির থেকে বাজেয়াপ্ত হওয়া বস্তুগুলির মধ্যে আছে তিনটি সক্রিয় হ্যান্ড গ্রেনেড, দুটি সক্রিয় ডেটোনেটর, বিদেশে তৈরি পিস্তল এবং ১৩টি বিদেশি কার্তুজ। এছাড়া তার কাছ থেকে একটি সাদা রঙের বিস্ফোরক পাউডার, গাজিয়াবাদের ঠিকানা সম্বলিত একটি আধার কার্ড, সিম কার্ড ছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে বাহিনীর তরফ থেকে। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পঞ্জাবের এক জেল থেকে পালিয়ে গিয়েছিল এই জঙ্গি।