এক ৫৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে তারই সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা উঠে ছিল কোর্টে। গোরোগাঁও-র বাসিন্দা সেই ব্যক্তিকে এদিন ১০ বছরের জেলের সাজা দিয়েছে সেশন কোর্ট। উল্লেখ্য, ওই ব্যক্তির বিরুদ্ধে তার নাবালিকা সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এদিকে, আরও এক চাঞ্চল্যকর তথ্যে জানা গিয়েছে, ওই ব্যক্তির অপর মেয়েও এইডসে আক্রান্ত। আর তাদের দেখভালের কেউ নেই এই ৫৫ বছর বয়সী ব্যক্তি ছাড়া। পরিস্থিতি বিচার করে আদালত তাকে ১০ বছরের সাজা দিয়েছে।
( Lucky Rashi from 22 February: ২২ ফেব্রুয়ারি থেকে মেষ, সহ বহু রাশির জাতকদের ফিরতে পারে সৌভাগ্য! বুধের কৃপা পাবেন কারা?)
এই মামলার অর্ডার পাশ হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে। বিচারপতি এএ কুলকর্নি এই নির্দেশ দিয়েছেন। তিনি কোর্টে এই মামলার রায় দেওয়ার সময় বলেন, ঘটনার শিকার ব্যক্তির নিজের বয়ান ও প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। এদিকে, শুনানির সময় আদালতকে জানানো হয় যে, ওই ব্যক্তির অপর মেয়েও এইডসের শিকার। আর তাকে দেখাশোনার কেউ নেই। ফলে এই ঘটনা শোনার পর কোর্ট খানিকচা নরমভাবে এই মামলার রায় দেয়।
( মণিপুরে লুট হওয়া অস্ত্র ফেরাতে উদ্যোগ! ৭ দিনের ডেডলাইন সেট করে দিলেন রাজ্যপাল)
( Sambhal Violence: সম্ভাল দাঙ্গায় দাউদ, ISI-ঘনিষ্ঠের যোগ! UAEতে তৈরি হয়েছে হিংসার প্লট, চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য)