টেসলার সিইও হিসেবে ইলন মাস্কের বদলে অন্য কাউকে খুঁজছে সংস্থা। এমনটাই দাবি করা হল ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে। এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিইও সার্চ ফার্মের সঙ্গে যোগাযোগও করেছে টেসলার বোর্ড। রিপোর্টে বলা হয়েছে, মাস্কের হোয়াইট হাউজ যোগের পর থেকেই টেসলার শেয়ারের পতন ঘটেছে। এই আবহে মাস্কের বদলে টেসলার নতুন কোনও এক সিইও খুঁজছে বোর্ড। সংস্থার গাড়ি বিক্রি ও মুনাফা কমে যাওয়া এই সিদ্ধান্তের নেপথ্যে অন্যতম কারণ। এরই সঙ্গে অবশ্য মাস্ক বেশিরভাগ সময় ওয়াশিংটনে থাকছেন। তাই টেসলা এই পথে হাঁটতে চলেছে। (আরও পড়ুন: ‘আল্লাহ বাঁচাতে পারে’, ভারতের প্রত্যাঘাতের কথায় শিউরে উঠেও গলাবাজি পাকিস্তানের)
আরও পড়ুন: পাকিস্তানের নতুন NSA হলেন ISI প্রধান, কে এই অসিম মালিক?
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টকে অবশ্য খারিজ করেছেন ইলন মাস্ক। তিনি এই সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এটি নৈতিকতার চরম লঙ্ঘন। ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে মিথ্যা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং টেসলা পরিচালনা বোর্ড যে দ্ব্যর্থহীন ভাবে এই দাবি অস্বীকার করেছে, তা তারা তাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হবে।' (আরও পড়ুন: 'কাশ্মীরে যা না… তোদের জেনারেলকে জুতোর ডগায় রাখি', পাকিস্তানে লড়াই সেনা-পুলিশের)
আরও পড়ুন: নমাজ আদায় করতে মাঝ রাস্তায় বাস দাঁড় করালেন সরকারি বাসের ড্রাইভার, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সঙ্গে আছি, আরও এক শত্রু বাড়ল ভারতের
এর আগে বৃহস্পতিবার টেসলার কর্তা রবিন ডেনহোম বলেন, গণমাধ্যমের প্রতিবেদনটি 'একেবারেই মিথ্যা'। টেসলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই নিয়ে একটি বার্তা পোস্ট করে তাতে লেখা হয়েছে, 'এর আগে আজকে একটি ভুয়ো মিডিয়া রিপোর্ট প্রকাশ করা হয়, যাতে দাবি করা হয়, টেসলা নাকি নিয়োগ ফার্মের সঙ্গে যোগাযোগ করেছে নতুন এক সিইও খোঁজার জন্যে। এই কথাটা একেবারে মিথ্যা। এবং এই রিপোর্ট পাবলিশ হওয়ার আগেই সংশ্লিষ্ট মিডিয়াকে সেই কথাটা জানানো হয়েছিল। টেসলার সিইও ইলন মাস্ক। এবং টেসলার বোর্ডের তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি তাঁর ভবিষ্যতেও নিজের কাজ করে যাবেন এবং সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।'