একাগ্রহ রোহন মূর্তি। নারায়ণ মূর্তির ৫ মাস বয়সি নাতি। বয়স ৫ মাস হলে কী হবে, সে এখন থেকেই কোটিপতি। তার দাদু তাকে বিরাট শেয়ার উপহার দিয়েছেন। এর জেরে সেই শিশুই এখন কোটিপতি হয়ে গেল।
নারায়ণ মূর্তির পাঁচ মাস বয়সী নাতি একাগ্রাহ রোহন মূর্তি গত মাসে কোটিপতি হয়েছেন যখন তার কোটিপতি দাদু তাকে ইনফোসিসের ১৫ লাখ শেয়ার উপহার দিয়েছেন। সংস্থাটি তার চতুর্থ প্রান্তিকের সংখ্যা ঘোষণার পরে, এটি ২০ টাকার চূড়ান্ত লভ্যাংশ এবং ৮ টাকার বিশেষ লভ্যাংশ সহ মোট ২৮ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে একাগ্রহ রোহন মূর্তি লভ্যাংশ আয় আকারে আরও ৪.২ কোটি টাকা আয় করেছেন।
কার্যত এই ছোট্ট বয়সে তিনি বিরাট টাকার অধিকারী। আগামী ১ জুলাই তাকে পেমেন্ট দেওয়া হবে বলে খবর।
কোম্পানিটি জানায়, চূড়ান্ত লভ্যাংশ ও বিশেষ লভ্যাংশ প্রদানের সময় নির্ধারণ করা হয়েছে ৩১ মে। আগামী ১ জুলাই থেকে এই টাকা পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
নারায়ণ মূর্তির নাতি ১৫ লক্ষ শেয়ারের মালিক - কোম্পানির 0.0৪% শেয়ার যা আজকের বাজার মূল্য ১৪০০ টাকায় ২১০কোটি টাকায় আসে। এর ফলে তিনি ৪.২ কোটি টাকা লভ্যাংশ পাওয়ার অধিকারী।