পরপর গুলি পহেলগাঁওতে। একের পর এক নিরীহ পর্যটককে হত্যা করে কাপুরুষের মতো পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে চলছে তল্লাশি। তবে ইতিমধ্য়েই একাধিকজনকে জেরা করা হয়েছে। মূলত দেখা হচ্ছে কোথা দিয়ে এসেছিল জঙ্গিরা। সকলের চোখে ধুলো দিয়ে গুলি চালিয়ে কোন দিকে পালাল তারা?
ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। সন্দেহভাজন জঙ্গিদের ছবিও প্রকাশ করা হয়েছে অনন্তনাগ পুলিশের তরফে। কিন্তু কোথায় গেল সেই জঙ্গিরা?
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এনআইএ সোর্স জানিয়েছে, ওই জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে থাকার মতো রসদ নিয়ে বেরিয়েছিল। এতেই বোঝা যাচ্ছে কেন তাদের চিহ্নিত করা যাচ্ছে না।
মনে করা হচ্ছে সব মিলিয়ে চারজন জঙ্গি ছিল সামনে। ২২ এপ্রিল পহেলগাঁওতে একের পর এক গুলি চালায় তারা। ঘটনার পরেই চম্পট দেয় তারা। সেনা ও স্থানীয় পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকায় ঘোষণা করা হচ্ছে কারোর সঙ্গে জঙ্গি যোগ থাকলেই কড়া ব্যবস্থা। তবে এনআইএ সোর্স মারফত এনডিটিভি জানতে পেরেছে যে সম্ভবত জঙ্গিরা নিজেদের রসদ নিয়ে রয়েছে। তারা স্বনির্ভর হতে পারে। সেকারণে তারা গভীর জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। সেকারণে তাদের চিহ্নিত করা যাচ্ছে না।