বাংলায় মমতার চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মুলাতেই একাধিক রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হচ্ছে শাসকরা। সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফল প্রকাশের পর দুই পক্ষই কার্যত মেনে নিয়েছে, ভোটবাক্সে খেলা ঘুরিয়েছেন মহিলারা। এবং সেটা সম্ভব হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সরকারি প্রকল্পে। এহেন পরিস্থিতিতে এবার বিহারে ক্ষমতা দখল করতে লালু প্রসাদের দলও সেই ফর্মুলাকেই হাতিয়ার করতে চাইছে। এর আগে সম্প্রতি দিল্লিতেও মমতার এই ফর্মুলাকে হাতিয়ার করে আম আদমি পার্টি। আর এবার লালুপুত্র তেজস্বী যাদব ঘোষণা করলেন, তাঁরা সরকার গঠন করলে বিহারে চালু করা হবে 'মাই বেহেন মান যোজনা'। (আরও পড়ুন: বাংলাদেশে ভোট কবে? বড় পরিকল্পনার কথা ইউনুসের উপদেষ্টার মুখে, মন্তব্য ভারত নিয়েও)
আরও পড়ুন: গ্রেফতার ৪, সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় অবশেষে পদক্ষেপ পুলিশের
লালু প্রসাদের দল আরজেডি-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এই 'মাই বেহেন মান যোজনা' প্রকল্পে মাসে মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে আর্থিক ভাবে দুর্বল পরিবারের মহিলাদের। যদি আরজেডি আগামী বছরের নির্বাচনে সরকার গঠন করে তাহলে এক মাসের মধ্যেই এই যোজনা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন 'লাডলি বেহেনা' প্রকল্প। আর এই ফর্মুলাতেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ঠেকাতে সমর্থ হয় শাসকরা। (আরও পড়ুন: সংবিধান পরিষদ চেয়েছিল দেশে যাতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়: মোদী)
আরও পড়ুন: অতুল আত্মহত্যা মমলায় গ্রেফতার স্ত্রী নিকিতা, পুলিশের জালে শাশুড়ি-শ্যালকও
এই আবহে সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্রেও এহেন ফর্মুলা 'কার্যকর' হয়। এদিকে শুধু মহারাষ্ট্র নয়, এই 'ফর্মুলা' ব্যবহার করেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে থমকে দিয়ে ঝাড়খণ্ডে বিশাল জয় পেয়ছেন হেমন্ত সোরেন। ২০১৯ সালের থেকেও বেশি আসনে জিতে ২০২৪ সালে ঝাড়খণ্ডের গদিতে বসছে জেএমএম, কংগ্রেস, আরজেডির জোট। এর মাঝে অবশ্য দীর্ঘ কয়েক মাস জেলে ছিলেন হেমন্ত সোরেন। তৃণমূলের মতোই তাঁর দলও দুর্নীতির অভিযোগে জর্জরিত। এরই মাঝে গতবারের তুলনায় এবার ঝাড়খণ্ডে ভোটের হার বেড়েছিল প্রায় ৪ শতাংশ। সাধারণত, ভোটের শতাংশ বাড়লে তা সরকারের বিরুদ্ধে রায় বলেই বিবেচনা করা হয়। অবশ্য ভোট সমীকরণ বিশ্লেষণে দেখা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৮টি আসনে পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন। (আরও পড়ুন: আরজি করের আটতলার ঘর কেন সিল করা হয়েছে? ফের মিলছে রহস্যের গন্ধ)
আরও পড়ুন: গলফগ্রিনে কাটা মুন্ডু কাণ্ডে মিলল বাকি দেহ, কেন শ্যালিকাকে খুন জামাইবাবুর?