বাংলার রাজনৈতিক আঙিনায় এখন সবচেয়ে বড় ইস্যু সন্দেশখালি। সেই সন্দেশখালির মেয়ে রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। আর তারপরই রেখার বিরুদ্ধে বিস্ফোরক হয়েছিলেন মাম্পি দাস। তবে মাম্পির দাবি উড়িয়ে দিয়েছিলেন রেখা। এবার সেই মাম্পি আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।