মেয়ের নাম খেলরত্নের সুপারিশ তালিকায় নেই শুনে মনু ভাকেরের বাবা জানিয়েছেন, ‘অলিম্পিক্স স্পোর্টস খেলার তো কোনও দামই নেই ভারতে, যেখানে অলিম্পিক্সে দুটো পদক জয়ের পরেও মনু ভাকেরকে খেলরত্ন পুরস্কার থেকে ব্রাত্য করা হল। দেশের জন্য খেলে, দেশকে জেতানোর তো কোনও মানেই হয়না, যেভাবে স্বীকৃতি পেতে ভিক্ষা করতে হয় ’