Mohun Bagan SG vs Odisha FC, Indian Super League 2023-24 Semi-Final, 2nd Leg Match: আইএসএলের সেমির দ্বিতীয় লেগে চাপটা থাকবে মোহনবাগানের উপরই। কারণ ওড়িশার ড্র করলেই চলবে, সেখানে বাগানকে জিততেই হবে। তাও অন্তত ২ গোলের ব্যবধানে। এক গোলের ব্যবধানে জিতলে খেলা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়াবে।