বুধবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন বাংলার বিস্তীর্ণ এলাকা। এরই মাঝে আকাশও মেঘলা। গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। উত্তরে পাহাড়ে হয়েছে তুষারপাত। আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানা গিয়েছে।