ছেলে বড্ড 'মুডি'! যখন ইচ্ছা হয় পড়তে বসে, যখন ইচ্ছা হয় মোবাইলে ডুবে থাকে। সে এমনই। আবার, এই ছেলেই ক্য়ারাটেতে ব্ল্যাক বেল্ট! শুক্রবার সকাল থেকে সেই ছেলের জন্যই বাড়িতে আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধব থেকে শুরু করে সাংবাদিকদের আনাগোনা! যার কথা বলছি, সেই কিশোরের নাম - অঙ্কন বসাক। এবারের মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে সে। মোট ৭০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৮৯।
অঙ্কনরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। তার মা দেবিকা জোয়ারদার একজন শিক্ষিকা। চাকরি করেন গঙ্গারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর ছেলে মোটেও সারাক্ষণ বই মুখে দিয়ে বসে থাকে না। বরং, যখন তার যেমন 'মুড' হয়, তেমনই কাজ করে। তবে, তার মধ্যেও দিনে ছয় থেকে আটঘণ্টা পড়াশোনা করে সে।
অঙ্কন নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছে, তার মনে হয়েছিল, সে মাধ্যমিকে ব়্যাঙ্ক করবে। পঞ্চম থেকে দশমের মধ্যে থাকবে বলে আশা করেছিল। সেই আশা পূর্ণ হওয়ায় খুশি সে। খুশি তার মাও। অঙ্কন যখন ছোট, তখনই বাবাকে হারায়। স্বামীর মৃত্যুর পর থেকে অঙ্কনের মা একাই সবদিক সামলে এসেছেন। আজ ছেলে তাঁর মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে অঙ্কনের। উচ্চশিক্ষা শেষ করে গবেষণা করতে চায় সে।
অঙ্কনের মা জানিয়েছেন, এদিন তিনি মোবাইলে প্রথম ছেলের রেজাল্ট দেখেন। পরে তাঁর সহকর্মীরাও তাঁকে ফোন করে শুভেচ্ছা দেন, জানান - তাঁর ছেলের নাম রয়েছে মাধ্যমিকের এবারের মেধাতালিকায়।