WPL Auction 2024: ১০ লাখ থেকে ১.৬ কোটি টাকা! পাককে পিটিয়ে WPL-এ 'আগুন' ১৬ বছরের মেয়ের, আছে CSK যোগ Updated: 15 Dec 2024, 06:07 PM IST Ayan Das ১০ লাখ টাকা থেকে ১.৬ কোটি টাকায় পৌঁছে গেলেন জি কমলিনী। যিনি আজই পাকিস্তানকে পিটিয়ে ছাতু করেছেন। ২৯ বলে অপরাজিত ৪৪ রান করেছেন। দল পেয়েছেন তাঁর সতীর্থও। উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) মিনি নিলামে তিনি কোন দলে খেলেন? তা দেখে নিন।